অবশেষে সুমতি হল সৌদির…
আন্তজার্তিক ডেস্ক,অয়ন বাংলা:-অবশেষে সুমতি সৌদি আরবের । আমেরিকা ও ইরানে মধ্যে চলমান উত্তেজনায় করনীয় ঠিক করতে জরুরি বৈঠকের ডাক দেয় সৌদি।প্রথমে কাতারকে আমন্ত্রন না জানালেও অবশেষে দোহাকে আমন্ত্রন জানিয়েছে রিয়াদ।রোববার কাতার এ তথ্য নিশ্চিত করেছে বলে।
সৌদি বাদশাহ সালমান ৩০ মে মক্কায় উপসাগরীয় নেতা এবং আরব লীগ সদস্যদের নিয়ে জরুরী বৈঠকে বসছেন।তবে এ বৈঠকে কাতার আমন্ত্রণ পায়নি বলে বিবৃতি দেয়ার পর এবার দেশটিকে আমন্ত্রণ জানালো সৌদি।
কাতার সরকারের তথ্য দপ্তরের এক বিবৃতিতে জানিয়েছে,কাতারের আমির এ সংকট নিয়ে আলোচনায় অংশ নেয়ার ব্যাপারে লিখিত আমন্ত্রণ পেয়েছেন।
বিবৃতিতে আরো বলা হয়, জিসিসি মহাসচিবের সঙ্গে বৈঠক চলাকালে পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ বিন আব্দুলরহমান আল-থানি এ আমন্ত্রণ পত্র গ্রহণ করেন। এর আগে থানি ইরান ও আমেরিকার মধ্যে সৃষ্ট উত্তেজনা নিরসনে তাদের মধ্যে ‘সংলাপের’ আহ্বান জানিয়েছিলেন।
প্রসঙ্গত,২০১৭ সালে পবিত্র রমজান মাসে কাতারের ওপর আকস্মিক অবরোধ আরোপ করে সৌদি আরব ও এর উপসাগরীয় মিত্র দেশগুলো। এতে খাদ্য সংকটে পড়ে কাতার।তবে তুরস্কের সহায়তায় তা থেকে সহজেই পার পেয়ে যায় দেশটি।