গরু পাচার করতে এসে বিএসএফের গুলিতে মৃত্যু হল এক বাংলাদেশির
নিজস্ব, সংবাদদাতা,মালদা:গরু পাচার করতে এসে ভারতীয় সীমান্ত বাহিনীর গুলিতে মৃত্যু হল এক বাংলাদেশি গরু পাচারকারীর। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার কেষ্টপুর ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায়।দেহটি উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। সীমান্ত বাহিনী ও পুলিশ সুত্রে জানা গিয়েছে মৃতের নাম জাহেরুল শেখ। বাবা মিনা শেখ। বাড়ি বাংলাদেশের ভোলাহাট থানার হোসেন ভিটাম ভুটানি মোড়ে। সূত্রে খবর মঙ্গলবার ভোরে কেষ্টপুর বিওপি এলাকায় ২৬ নম্বর গেটের কাছে পহাড়া দিচ্ছিল ৪৪ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানেরা। সেই সময় প্রায় ২০ থেকে ৩০ জনের একটি পাচারকারীর দল গরু পাচারের চেষ্টা করে। দেখে ফেলায় বাধা দেয় কর্মরত জওয়ানেরা।পাচারকারীদের চত্রভঙ্গ করতে গুলি ছোড়ে। সেই সময় এক পাচারকারীর গুলি লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। বিএসএফ কর্তারা মঙ্গলবার সকালে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।