অয়ন বাংলা,নিউজ ডেস্ক:- সওয়ালের প্রথম দিন , আজ, বুধবার খুশির ইদ। দেশজুড়ে পালিত হচ্ছে ইদ-উল-ফিতর। কলকাতা সহ এরাজ্যেও পালিত হচ্ছে ইদ উৎসব। এদিন সকালে বৃষ্টির মধ্যেই রেড রোডে নামাজ পাঠ করেন মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও রেড রোডে ওই নামাজ পাঠ অনুষ্ঠানে যান এবং সব ধর্মের ঊর্ধ্বে গিয়ে মানবতার বার্তা দেন তিনি। রাজ্যবাসীকে ইদের শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হোক মানবতার। জয় হিন্দ, জয় বাংলা, জয় ভারত।’রেড রোডে নামাজ পাঠের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি এটাই প্রথম নয়।
মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে প্রতি বছরই তিনি ইদের দিন সকালে রেড রোডে নামাজ পাঠের সময় যান এবং সকলকে ইদের শুভেচ্ছা জানান। তবে নামাজ পাঠের অনুষ্ঠানে গিয়ে সর্বধর্মের ঊর্ধ্বে উঠে এভাবে মানবতার জয়গান করতে তাঁকে আগে দেখা যায়নি। বর্তমানে দেশজুড়ে যে ধর্ম বিভাজন শুরু হয়েছে এবং তাঁর বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের অভিযোগ উঠছে, এদিন নামাজ পাঠ অনুষ্ঠানে মানবতার জয়গানের মধ্য দিয়ে মমতা তারই জবাব দিলেন বলে রাজনৈতিক মহলের দাবি।প্রসঙ্গত, মঙ্গলবার রাতেই দেখা গিয়েছিল শওয়াল মাসের চাঁদ। তাই মঙ্গলবার রাতেই নাখোদা মসজিদের তরফে জানানো হয়, বুধবারই ইদ পালিত হবে। ইদ উপলক্ষ্যে কলকাতা সহ সমগ্র রাজ্যে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সকলের প্রতি একটাই বার্তা খূশির ভাল কাটুক ,সুস্থভাবে কাটুক এই কামনায় সকলকে ঈদের শূভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যার্নাজী।