নিজস্ব সংবাদদাতা,অয়ন বাংলা:- বর্তমান সময়ের উদ্ভূত বর্তমান পরিস্থিতি মূল্যায়ন করার জন্য মুসলিম সমাজের বিশিষ্ট গুণীজন ও কওমদরদীদের নিয়ে রাজভবনস্থিত মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী সাহেবের বাসভবনে শুক্রবার একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা, জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি ও মন্ত্রী মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী, পুবের কলম পত্রিকার সম্পাদক সাংসদ অাহমদ হাসান ইমরান, ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ও কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অাব্দুল গনি, বিধায়ক ইদ্রিস অালি, কলকাতার রেড রোডের ঈদের নামাযের ইমাম ক্বারী ফজলুর রহমান, নাখোদা মসজিদের ইমাম ক্বারী শফিক কাসেমী প্রমুখ। উগ্র সাম্প্রদায়িক শক্তির উত্থান ও ক্রমবর্ধমান জাতিভিত্তিক মেরুকরণের উৎস সন্ধান ও তা থেকে উত্তরণের পথ কী হতে পারে সেবিষয়ে বৈঠকে দীর্ঘ ২-৩ ঘন্টা অালোচনা হয় বলে জানা গেছে। সাম্প্রদায়িক শক্তির অহর্নিশি বিষবাষ্প ত্যাগের মাঝে কীভাবে শান্তি-সম্প্রীতি-সৌহার্দ্যতা অটুট রাখা সেবিষয়ে অালোচনা হয়। মুসলমান সমাজ কীভাবে হতাশ না হয়ে অাত্মবিশ্বাসী হয়ে দৃঢ়প্রতিজ্ঞ হতে পারে তার সুলুকসন্ধানও করা হয় এদিনের বৈঠকে। বাদ যায়নি মুসলমান সমাজের অার্থ-সামাজিক উন্নয়নের প্রসঙ্গও। বৈঠকে উপস্থিত প্রত্যেকেই সাম্প্রদায়িক শক্তির মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দৃঢ়প্রত্যয়ী ভাবমূর্তি ও তাঁর নিরবিচ্ছিন্ন সংগ্রামকে সাধুবাদ জানান। এধরনের বৈঠক অাহ্বান করার জন্য সকলে মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী সাহেবকে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনার প্রতি বাংলার মুসলমান সমাজের আস্থা আছে। আপনার এই বৈঠক সময়োচিত পদক্ষেপ।