মুর্শিদাবাদের রেজিনগরে ভয়াবহ রেল দুর্ঘটনায় মৃত দুই আহত তিন
মুর্শিদাবাদের রেজিনগরে ট্রেন দুর্ঘটনায় মৃত ২ গুরুতর আহত ৩
নিজস্ব প্রতিনিধি,অয়ন বাংলা, মুর্শিদাবাদ:
মুর্শিদাবাদের রেজিনগরে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হল দুই জনের গুরুতর আহত ৩, ট্রাক্টর চালক জাহিরুল শেখ(২৪) ও এলাকার স্থানীয় বাসিন্দা একজন । স্থানীয় সূত্রে জানা গেছে আজ সকাল ন’টা নাগাদ একটি ইঞ্জিন রেজিনগরে ওমরপুর রেলগেট পার হওয়ার সময় তার পরবর্তী শিয়ালদা গামী লালগোলা ট্রেন দিয়ে যাওয়ার সময় ওই দুর্ঘটনাটি ঘটেছে প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী,প্রথমে ইঞ্জিন যাওয়ার সময় রেলগেট বন্ধ ছিল।
কিন্তু তার পরবর্তীতে লালগোলা-শিয়ালদা মেমো ট্রেন যাওয়ার সময় গেট ম্যান রেলগেট বন্ধ করে নি বলে অভিযোগ।ফলে ওমরপুরের ওই রেলগেট পার হয়ে একটি ট্রাক্টর ও একটি মোটর বাইক যাচ্ছিল।আর সেই সময়ই শিয়ালদাগামী ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে ট্রাক্টর ও মোটর বাইকের।ঘটনায় দুই জন মারা যায় এবং বাকিদের বহরমপুরস্তিত মুর্শিদাবাদ মেডিকেল কলেজে চিকিৎসার জন্য পসঠানো হয়।এদিকে রেল দুর্ঘটনার খবর পেয়ে রেজিনগরের ওমরপুর এলাকায় ছুটে যান স্থানীয় বিধায়ক রবিউল চৌধুরী।তিনি এই দুর্ঘটনার জন্য সরাসরি রেলের গেটম্যানের গাফিলতির কথা তুলে ধরেন। এলাকার জনগণ এই নিয়ে খুব্ধ।