বাঙালিকে বাংলাদেশী সন্দেহে হেনেস্তা কৃষ্ণনগর স্টেশনে!
অয়ন বাংলা,ডেস্ক: এক ভদ্রমহিলা যাচ্ছিল মায়াপুর, ইসকনের মন্দিরে। কিন্তু কৃষ্ণনগর স্টেশনে ট্রেন থেকে নামতেই সমস্যায় পড়লেন। তাঁকে বাংলাদেশী সন্দেহে পাকড়াও করলেন কজন রেল পুলিস। থানায় নিয়ে গিয়ে চলল হেনস্থা। সাথে সাথে সব ডকুমেন্ট দেখাতে বলা হয়। ভাগ্যক্রমে ডকুমেন্ট ছিল, তিনি দেখান, তারপরও বসিয়ে রেখে হেনস্থা চলে। কিন্তু কিভাবে বাংলাদেশী সন্দেহে কাউকে এভাবে হেনস্থা করতে পারে রেলপুলিস বা কোনো রেলকর্মী? সবার পক্ষে ডকুনেন্ট সব সময় সাথে রাখা সম্ভব না।
সোশাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় উঠছে। ইদানীং নানা জায়গায় বাংলা ভাষায় কথা বলা অপরাধ হয়ে দাঁড়িয়েছে। বাঙালিকে বাংলাদেশী দেগে দেওয়া হচ্ছে।প্রতিবাদে ব্যবস্থা নিতে চলেছে বাঙালি সংগঠন বাংলা পক্ষ। সংগঠনের পক্ষ থেকে প্রতিরোধের ডাক দেওয়া হয়েছে। সংগঠনের মুখ গর্গ চট্টোপাধ্যায় রেল পুলিসকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন।