নিমগ্রাম বেলুড়ী উচ্চ বিদ্যালয়ে গঠিত হলো প্রাক্তনী সংসদ
নিজেস্ব সংবাদাতা,অয়ন বাংলা, মুর্শিদাবাদ; অনেক শিক্ষা প্রতিষ্ঠানে দেখা যায় প্রাক্তনী সংসদ থেকে থাকে, বিশ্ব বিদ্যালয় গুলো তো অবশ্যই। নবাগতদের আমন্ত্রণ জানিয়ে বেরিয়ে যেতেই হয় বছর অন্তর উচ্চতর পড়াশোনা করতে হোক বা চাকরির ক্ষেত্রে ঢুকে যেতে অথবা জীবিকা নির্বাহ করতে, এই করে কেটে যায় বহু যুগ, হয় না একে অপরের সাক্ষাত্কার সেই মত প্রাক্তন ছাত্র ছাত্রীদের মাঝে দূরত্ব ঘাটতি কমিয়ে আনতে প্রয়োজন হয় প্রাক্তনী মিলনায়তনের। সময়ে বেশি কিছু পূর্ব পরিচয় বাড়িয়ে নিতে যেমন গঠিত হয় সংসদ সেই মোতাবেক গঠিত হলো এই “নিমগ্রাম বেলুড়ী উচ্চ বিদ্যালয় প্রাক্তনী সংসদ”। সংসদের উদ্দেশ্য যাহাই থাকুক না কেন সেটা প্রাক্তন ছাত্র ছাত্রীদের ভরসা দিচ্ছে যে কিছু না হলেও বছরের একবার অন্তত সকলের সাথে ভাব বিনিময়ের মিলন উৎসব গড়ে তুলবে প্রাক্তনী সংসদ। এই নিমগ্রাম বেলুড়ী উচ্চ বিদ্যালয় এর বিভিন্ন স্তরের ছাত্রদলের মধ্যে থেকে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তি রাষ্ট্রপতি পুরুষ্কার প্রাপ্ত প্রধান শিক্ষক মহঃ সেলিম, উপস্থিত ছিলেন ডঃ সমীরুদ্দিন সরকার, প্রাক্তন সাংসদ ডঃ তরুণ মণ্ডল, এ.কে.এম বজলুল হক, কুমুদ মণ্ডল, প্রাক্তন সিআইডি আধিকারিক দস্তুর আজীম, বরুণ মণ্ডল, সেরিফ হোসেন, এবং এস.কে.এম মিজানুর রহমান প্রমুখ বিশিষ্ট ব্যক্তি বর্গ। এছাড়াও নিমগ্রাম-বেলুড়ীর শতাধিক প্রাক্তন ছাত্র ছাত্রীরা। উক্ত সভায় সংসদ পরিচালিত করারা জন্য গঠিত হয় একটা কমিটি, তাতে কনভেনর হিসেবে নাম উঠে আসে- এ.কে.এম বজলুল হক, মহঃ সেলিম, কুমুদ মণ্ডল, সমীরুদ্দিন সরকার, ডঃ তপন মণ্ডল, দস্তুর আজীম, এস.কে.এম মিজানুর রহমান ও সুজাউদ্দিন আহমেদ এই আট টি নাম, ভবিষ্যতে এরাই পরিচালিত করবেন এই মহতি উদ্যোগ কে। বিশিষ্ট ব্যক্তি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক মহঃ সেলিম এর বক্তৃতাতে উঠে আসে এই প্রাক্তনী সংসদে একটা কেরিয়ার কাউন্সিল তৈরী করতে হবে যেটা আগামী দিনের ছাত্র ছাত্রীরা কোন পথে এগোবে তার পথ দেখাবে। তাছাড়া বজলুল হক সাহেব তার মত পোষণ করতে গিয়ে বললেন এখানে একটা ঐতিহাসিক পরিবেশ তৈরি করার কথা যেটা এই নিমগ্রাম বেলুড়ী কে আগমী তে পথ দেখাবে আরোও বিভিন্ন জায়গায় অবস্থান করা মহতি প্রাক্তন ছাত্ররা বহু মতামত প্রদান করেন, করেন স্মৃতি চারণও যা ভবিষ্যৎ প্রজন্ম কে পথ দেখাবে। এই নিয়ে প্রায় চার ঘণ্টা সাড়ম্বরে চলে এই অনুষ্ঠান তার মধ্যে দিয়েই শেষ হয় অন্তিম পর্ব।
সমবেত সৎ প্রচেষ্টা আমাদের এগিয়ে নিয়ে যাবে সঠিক উদ্দেশ্য বাস্তবায়নে, বন্ধন সুদৃঢ় ও সুদূর প্রসারি হউক ভেঙে টুকরো টুকরো হউক যত সব পাষান প্রাচীর ……. এই কামনা করি