নীলরতনে জুনিয়ার ডাক্তারদের আন্দোলনে সিনিয়ার ডাক্তাররা আগামীকাল সব হাসপাতালের আউটডোর বন্ধ

Spread the love

অয়ন বাংলা,নিইজ ডেস্ক :- আগামী কাল আউটডোরের সমস্ত পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত।
জুনিয়র চিকিৎসকদের পাশে এ বার দাঁড়ালেন সিনিয়ররা। আগামিকাল বুধবার রাজ্যের সমস্ত সরকারি এবং বেসরকারি হাসপাতালে বহির্বিভাগ বন্ধ রাখার ডাক দিল চিকিৎসকদের সংগঠন ডকটর্‌স ফোরাম।

এনআরএস-কাণ্ডের জেরে ফের ভোগান্তিতে পড়তে চলেছেন এ রাজ্যের মানুষ। বুধবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ১২ ঘণ্টা বহির্বিভাগ বন্ধ রাখা হলেও জরুরি পরিষেবা চালু রাখার চেষ্টা করা হবে বলে জানানো হয়েছে ওই সংগঠনের তরফে।নীলরতন সরকার মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তারদের মারধরের ঘটনায় সিনিয়ররা এ ভাবেই প্রতিবাদের রাস্তায় হাঁটলেন। এই প্রতিবদ কর্মসূচিতে সমস্ত চিকিৎসকদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে ডক্টর্‌স ফোরামের তরফে।

সোমবার রাতে এনআরএস হাসপাতালে রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তজনা ছড়ায়। জুনিয়র ডাক্তারদের অভিযোগ, রোগীর আত্মীয়রা তাঁদের বেধড়ক মারধর করে পুলিশের সামনেই। এর আগেও এমন ঘটনা ঘটেছে, কিন্তু যারা এই ঘটনা ঘটাচ্ছে, তাদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা হচ্ছে না। প্রশাসনের শীর্ষ স্তর থেকে কোনও আশ্বাস না মিললে, এই আন্দোলন চলবে।

জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনকে সমর্থন করে ৭টি চিকিৎসক সংগঠনের মিলিতফোরাম— ডক্টর্‌স ফোরাম। ফলে বুধবার রাজ্যজুড়ে স্বাস্থ্য পরিষেবা কার্যত বিপর্যস্ত হতে চলেছে। সংগঠনের তরফে জানানো হয়েছে, ‘‘জুনিয়র ডাক্তাররা ন্যায্য দাবিতেই আন্দোলন করছেন। তাতে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। সে কারণেই আউটডোর বন্ধের ডাক দেওয়া হয়েছে।’’

এ দিন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এনআরএস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পর, জুনিয়র ডাক্তারদের পাশে থাকার বার্তা দেন। কিন্তু তার পরেও এনআরএস হাসপাতালের জরুরি বিভাগের সামনে অবস্থান-বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন হবু চিকিৎসকেরা। তাঁদের এই আন্দোলনকে সমর্থন জানাতে কলকাতার সব মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল থেকে জুনিয়র ডাক্তাররাও সেখানে হাজির হয়েছেন।

এনআরএস থেকে আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছে, কলকাতা মেডিক্যাল কলেজ, আরজিকর, এসএসকেএম হাসপাতালেও। এ দিন ওই হাসপাতালগুলিতেও আউটডোর পরিষেবা বন্ধ ছিল। এই আঁচ ছড়িয়েছে জেলার মেডিক্যাল কলেজেও। সেখানকার জুনিয়র চিকিৎসকেরাও আউটডোর বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
বতর্মানে চরম ভোগান্তির মাঝে রোগী আর রোগীর বাড়ির লোকেরা ।এরপর আগামীকাল আউটডোর বন্ধ .এক কথায় চরম বিপর্যস্তের মধ্যে চিকিৎসা পরিষেবা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.