নিজস্ব সংবাদদাতা,অয়ন বাংলা, মেদিনীপুর: সদ্য বিজেপিতে যাওয়া নেতা কর্মীদের মোহভঙ্গ ,এবার বিজেপু ছেড়ে ঘরের ছেলে ঘরে ফেরার লম্বা লাইন । বর্ধমানের যুব সভাপতি থেকে সাধারণ কর্মী ,মেদিনীপুরের নেতা কর্মী সবাই এবার ফিরছে ঘরে। ২৩ মে লোকসভা নির্বাচনের ফল ঘোষনার পরে পরিস্থিতি বিজেপির অনুকুলে চলে গিয়েছিল। বিজেপি নেতাদের অনুমতি নেওয়ার আগেই পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকার গ্রামবাসীরা স্বঘোষিত বিজেপি বলে নিজেদের ঘোষনা করে দিয়েছিলেন। তৃণমূলের নেতাদের সরিয়ে তাদের কার্যালয় পর্যন্ত দখল করে তাতে বিজেপির পতাকা তুলে দিয়েছিলেন অনেকেই। যাদের পরে বিজেপি দলে গ্রহন করেছিল। কিন্তু মাস ঘোরার আগেই পরিস্থিতি পাল্টাতে শুরু করেছে এই জেলায়।
Iমোহ ভঙ্গ হতেই পুনরায় তৃণমূলে ফিরতে শুরু করেছেন দলছাড়া সেই সব লোকজন। শুধু নিচু তলার কর্মীরাই নয়, জেলা স্তরের বেরিয়ে যাওয়া অনেক নেতাই বিজেপি ছেড়ে ফেরার জন্য শুভেন্দু অধিকারীর কাছে আবেদন করে ফেলেছেন। যাদের ঘরে ফেরানোর উদ্যোগ নিল তৃণমূলও।মুখ্যমন্ত্রীর নির্দেশ দখল হয়ে যাওয়া কার্যালয় গুলি উদ্ধার প্রক্রিয়া শুরু করেছিলেন শুভেন্দু অধিকারী। সেই প্রক্রিয়াতেই হরিশপুরের মতো বিভিন্ন গ্রাম সহ জেলা স্তরের নেতারা পুনরায় তৃণমূলে ফিরতে ইচ্ছে প্রকাশ করেছেন। যার মধ্যে অন্যতম হলেন জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রমাপ্রসাদ গিরি। সম্প্রতি তিনি দিল্লীতে বিজেপির কার্যালয়ে গিয়ে বিজেপিতে যোগ দিয়ে এসেছিলেন। কিন্তু ফের শুভেন্দু অধিকারীর সহযোগীতায় ফিরছেন তৃণমূলে। জেলা তৃণমূলের যুব সভাপতি প্রসেনজিত চক্রবর্তী জানান, ‘যুবনেতা শুভেন্দু অধিকারীর নির্দেশে আমরা সমস্ত স্তরের কর্মীদের কাছে গিয়ে আবেদন করেছ। অনেকেই যারা ছেড়ে গিয়েছিলেন তাদের মোহ ভঙ্গ হতেই পুনরায় দলে ফিরতে শুরু করেছেন। আশা রাখছি আর তো কেউই যাবেন না, উল্টে বাকিরাও ফিরে আসবেন শীঘ্রই।’ রাজনৈতিক মহলের খবর এ কেমন পালা বদল।