রাইহান সেখ ,অয়ন বাংলা হরিহরপাড়া:- ইট ভাটাতে মাটি কাটতে গিয়ে ট্রাক্টর তলায় পিষ্ট হয়ে মৃত হল এক যুবকের মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়ায় ।মৃত ব্যাক্তির নাম মহঃ আনিকুল ইসলাম পিতার নাম -আবুল কালাম ,গ্রাম পুলিন্দা।
প্রতিদিনেত মত আজোও নিজের ভাটাতে যান আনিকুল ইসলাম ,কিন্তু হঠাৎ ট্রাক্টরের তলায় পড়ে গিয়ে পেছনের চাকায় পিষ্ট হয়ে বছর বিয়াল্লিশ এর আনিকুল ঘটনাস্থালেই মারা যায়।
আনিকুলের বাড়ি পুলিন্দা গ্রামে।
এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।