দাবি দাওয়া নিয়ে ১৫ দিন সময় চাইলেন শিক্ষামন্ত্রী, অবস্থান তুললেন এসএসকে- এমএসকে শিক্ষকরা
ইয়াজুল মোল্লা, অয়ন বাংলা, কলকাতা:-এসএসকে এবং এমএসকে শিক্ষকদের দাবি নিয়ে ১৫ দিন সময় চাইলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তার মধ্যে তাঁদের দাবি নিয়ে যা করণীয়, তা করা হবে। মঙ্গলবার আন্দোলনরত শিক্ষা সহায়কদের সঙ্গে বৈঠক সেরে অবস্থান মঞ্চে গিয়ে এমনই প্রতিশ্রুতি দিলেন শিক্ষামন্ত্রী। একইসঙ্গে এদিন সেখানে মন্ত্রী ঘোষণা করেন, প্রত্যেক এসএসকে এবং এমএসকে শিক্ষকদের স্বাস্থ্যসাথীতে অন্তর্ভুক্ত করা হল।
এসবের পরই সাতদিনের মাথায় আন্দোলন প্রত্যাহার করে নিলেন শিক্ষকরা। এদিন দুপুরে প্রথমে এই আন্দোলনরত শিক্ষকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী। শিক্ষকদের দাবিদাওয়া শোনেন তিনি। বেতন বৃদ্ধি, পিএফ, স্বাস্থ্যসাথী প্রকল্পে অন্তর্ভুক্ত করা সহ একাধিক দাবি শিক্ষা সহায়কদের।
পরে সন্ধ্যায় অবস্থানস্থলে যান পার্থবাবু। সেখানে এই বেতন বৃদ্ধি ও পিএফ নিয়ে ১৫ দিনের সময় চেয়ে নেন তিনি। মন্ত্রী বলেন, আমি আপনাদের থেকে ১৫ দিন সময় চেয়ে নিচ্ছি। তার মধ্যে কিছু না করতে পারলে, তখন বলবেন। এসএসকে-এমএসকে শিক্ষকরা নেতাজি ইন্ডোরে একটি সম্মেলন করলে, তিনি সেখানে যাবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন। মন্ত্রীর আশ্বাসের পরই অবস্থান তুলে নেওয়া হয়।