অয়ন বাংলা , ওয়েব ডেস্ক:-উত্তরপ্রদেশের ,
মুজাফ্ফারপুরের লোকাল নিউজ চ্যানেলের সাংবাদিক,আমির ।
খবর সংগ্রহের জন্যই মোটরসাইকেল নিয়ে ক্যামেরাম্যান বন্ধুর সাথে ঘুরছিলেন। তো এক অসহায় মা সন্তান কোলে নিয়ে বিলাপ করছিলেন রাস্তার ধারে, এগিয়ে গিয়ে জিজ্ঞেস করতেই জানতে পারলেন মহিলার কেউ নেই, শিশু সন্তানটি পাঁচদিন অজানা জ্বরে কাবু, লোকাল ডাক্তার বড় হাসপাতালে চিকিৎসা করাতে বলেছেন কিন্তু মহিলা কিছুই চেনেননা! তাই ভয় পেয়ে কাঁদতে শুরু করেছেন!কিন্তু এই সাংবাদিক খবর করার পরির্বতে তাঁর ক্যামেরাম্যানকে নামিয়ে নিজেই বাইকের পিছনে মহিলা ও তাঁর সন্তানকে চাপিয়ে ছুটলেন ৪০কিলোমিটার দুরে মুজাফ্ফারপুরের শ্রীকৃষ্ণ মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে। ভাবুন অন্য নিউজ চ্যানেল হলে হয়তো ঐ মায়ের মুখের ভিতর মাইক ঢুকিয়ে সাক্ষাতকার নেওয়া শুরু করে দিতেন।