আধুনিক ও যুগোপযোগী ব্রিজ নির্মানের জন্য ভেঙে ফেলা হবে পোলেরহাট ও খোন্নেরপোল ব্রিজ

Spread the love

আধুনিক ও যুগোপযোগী ব্রিজ নির্মানের জন্য ভেঙে ফেলা হবে পোলেরহাট ও খোন্নেরপোল ব্রিজ

ইয়াজুল মোল্লা, অয়ন বাংলা, ভাঙড়: দক্ষিণ ২৪ পরগনা জেলার উন্নয়নের রথ থেমে নেই তাই আগামীতে আরও একধাপ এগিয়ে,
নতুন করে আধুনিক ও যুগোপযোগী ব্রিজ নির্মানের জন্য ভেঙে ফেলা হবে ভাঙড় রোডের ওপর অবস্থিত পোলেরহাট ব্রিজ ও খোন্নেরপোল ব্রিজ। ফলে আগামী তিন মাসের জন্য বড় গাড়ি, বাস, ট্রাক চলাচল বন্ধ থাকবে ওই রাস্তায়।

নতুন ব্রিজ হবে ৯ থেকে ১২ মিটার চওড়া। ব্রিজের কাজ সম্পন্ন করবে পূর্ত দপ্তর। ভাঙড় ২ ব্লকের বি ডি ও কৌশিক কুমার মাইতি জানিয়েছেন খুব তাড়াতাড়ি এই কাজ শুরু হবে। প্রশাসনের আশা পুজোর আগেই ভাঙড় লাউহাটি রোড ছাড়াও, ভোজেরহাট – শিখরপুর রোড, বিজয়গঞ্জ বাজার – পাকাপোল রোড ঝাঁ চকচকে হবে। এর পাশাপাশি জামিরগাছি থেকে গাবতলা পর্যন্ত বাগজোলা খাল পাড়ের রাস্তায় মেরামতির কাজ শুরু হয়েছে। সবমিলিয়ে ভাঙড়ের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন হতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.