আমরা বাঙালী
নাজমুস সায়াদাত
বাংলা আমার মায়ের ভাষা
বাংলা আমার পিতার রসা
বাংলা আমার মুখের ভাষা
বাংলা আমার আলোর দিশা
বাংলা আমার জান, বাংলা আমার প্রাণ।
বাংলা বাংলা বাংলা বাংলা…..
বাংলা আমার রক্তে বয়ে
বাংলা আমার ঘামে ঝরে
বাংলা আমার হাতে ফেরে
বাংলা আামার মাথার’পরে
বাংলা আমার বিবেক,বাংলা আমার আবেগ।
বাংলা বাংলা বাংলা বাংলা…..
বাংলা আমার পোষাক জুড়ে
বাংলা আমার খাদ্যে ঘোরে
বাংলা আমার গমন ছলে
বাংলা আমার কথন বলে
বাংলা আমার ধ্যান,বাংলা আমার ঞ্জান।
বাংলা বাংলা বাংলা বাংলা…..
যারা বলে ওরে বাংলা হাটা
তারাই হোটে যা
যারা বংলা ওরে বাংলা সরা
তারাই সরে যা
বাংলা আমার নেশা, বাংলা আমার পেশা।
বাংলা বাংলা বাংলা বাংলা….
বাংলা আমার, বাংলা তোমার, বাংলা সবার..
বাংলা বাংলা বাংলা বাংলা….
বাংলা মোদের জান, বাংলা মোদের প্রাণ
বাংলা মোদের আশা, বাংলা মোদের দিশা
বাংলা মোদের আবেগ, বাংলা মোদের বিবেক
বাংলা মোদের নেশা,বাংলা মোদের পেশা
বাংলা মোদের জীবন,বাংলা মোদের মরণ
বাংলা বাংলা বাংলা আমরা বাঙালী
ওরে আমরা বাঙালি,ওরে আমরা বাঙালী,,,