কবে মানবতার হবে জয়
আনসারুল ইসলাম
বিপন্ন মানুষ বিপন্ন দেশ বিপন্নতায় ডুবছে সমাজ
স্বার্থে মগ্ন স্বার্থান্বেষী, নীরব সমাজ অন্ধ যে আজ
মানুষের মূল্য মানুষ বোঝেনা, পশুর মূল্যই বেশি
মূর্খ মাতে ধংসবলীলায় লুটছে সমাজ স্বার্থান্বেষী
পিতার সেবা করেনা পুত্র, মা কাঁদে জগৎ জুড়ে
পশু এখন আসল মাতা, নিজের মা কাঁদছে পড়ে
মানুষ দেখেনা মানুষকে আজ, দেয় না দুটি অন্ন
ধর্মের দাপাদাপিতে যে আজ মানবতা সব বিপন্ন
ধর্ম হয়তো আনেনি মানুষ, মানুষই এনেছে ধর্ম
ধর্মের নামে বিভেদ ছড়ানো, কেন এত অপকর্ম ?
ধর্মের বাণী বাঁচায় সমাজ, দেয় মানবতার দীক্ষা
ধর্মের মাঝে খুঁজবে মানুষ ভালোবাসার শিক্ষা ?
হায়রে মানুষ এখনো বেহুশ ধর্মের নেশায় অন্ধ
ধর্মের নামাবলী গায়ে, কেন বিবেক দুয়ার বন্ধ ?
কবে ধ্বংসলীলার সেই কারবারির হবে পরাজয়
খুলবে বন্ধ বিবেক দুয়ার, মানবতার হবে জয়
-: :- -::- -::-
১০/০৬/২০১৯