কান্দিতে তৃনমূল কর্মী খুনের ঘটনায় গ্রেফতার এক সিভিক ভলেন্টিয়ার
নিজস্ব সংবাদদাতা,অয়ন বাংলা নিউজ, মুর্শিদাবাদ:মুশিদাবাদের কান্দিতে ভরসন্ধ্যেয়খুন হওয়া তৃনমূল কংগ্রেস কর্মী গৌরাঙ্গ মন্ডল খুনের ঘটনায় গ্রেফতার করা হলো এক সিভিক ভলেন্টিয়ারকে।ধৃত যুবককে নাম সুখেন পাল।মৃত তৃণমূল কংগ্রেস কর্মী গৌরাঙ্গ মন্ডলের মামা মানিক মন্ডল ৪ জনের নামে কান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে গত রাতে সুখেন পাল কে গ্রেফতার করেছে কান্দি থানার পুলিশ। বাকি তিন জন অভিযুক্ত পলাতক ৩ জনকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে কান্দি থানার পুলিশ। অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার কে আজ মহকুমা আদালতে তোলা হয়েছে। গতকাল সন্ধ্যায় কান্দি থানার রুদ্রবাটি গ্রাম যাওয়ার রাস্তায় বোমা মেরে গুলি করে খুন করা হয় তৃনমূল কর্মী গৌরাঙ্গ মন্ডল কে। ঘটনাস্থলে মৃত্যু হয় গৌরাঙ্গ মন্ডলের ।এই খুনের ঘটনায় এক জন কে গ্রেফতার করা হয়েছে।পুলিশি তদন্তনচলছে।