নাবালিকা স্কুল পড়ুয়ার বিয়ে রুখে দিল ভাঙড় কাশীপুর থানার পুলিশ
ইয়াজুল মোল্লা, অয়ন বাংলা, ভাঙড়: দক্ষিণ ২৪ পরগনা জেলার কাশীপুরের নওয়াবাদ গ্রামের ঘটনা। ওই গ্রামের এক নবম শ্রেণির ছাত্রীর বিয়ের ব্যবস্থা করেছিল পরিবারের লোকেরা। শুক্রবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে সেখানে পৌঁছায় কাশীপুর থানার পুলিশ ও ভাঙড় ২ ব্লকের আধিকারকরা। তাঁরাই এ বিয়েতে বাধা দেন এবং ওই নাবালিকার বাবা মাকে বোঝান কেন এখনই মেয়ের বিয়ে দেওয়া যাবে না। বাবা মা প্রশাসনের আধিকারিকদের কাছে মুচলেকা দেন যতদিন না মেয়ের বয়স আঠারো হচ্ছে ততদিন তাঁরা ওই নাবালিকার বিয়ে দেবেন না।
পুলিশ জানিয়েছে নওয়াবাদ গ্রামের বাসিন্দা আসাদুল মোল্লার মেয়ে পোলেরহাট হাই স্কুলের নবম শ্রেণিতে পড়ে। গাজীপুরের এক চামড়া ব্যবসায়ী আসাদুলের নাবালিকা কন্যাকে বিয়ে করার আগ্রহ দেখায়। সুপাত্র হাতছাড়া করতে চাননি আসাদুল। শনিবার বিয়ের দিনক্ষন ঠিক হয়। এজন্য শুক্রবার থেকেই বাড়িতে প্যান্ডেল করে ভোজের আসর বসেছিল।
খবর পেয়ে শুক্রবার দুপুরে কাশীপুর থানার পুলিশ ও ভাঙড় ২ ব্লকের আধিকারিকরা ওই নাবালিকার বাড়িতে যান। একজন অপ্রাপ্ত বয়স্ক মেয়ের সময়ের আগে বিয়ে দিলে কি কি শারীরিক ও মানসিক সমস্যা হতে পারে। তাছাড়া কন্যাশ্রী, রুপশ্রীর মত সামাজিক প্রকল্পের সুযোগ সুবিধা থেকেও তাঁরা বঞ্চিত হবে বলে বোঝান আধিকারিকরা। এরপর আসাদুল মুচলেকা দিয়ে জানান মেয়ের যতদিন না ১৮ বছর বয়স হবে ততদিন তিনি বিয়ে দেবেন না।