কালিকাপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে অনুষ্ঠিত হল পরিবেশ দূষন রোধ জলাভূমি সংরক্ষন, প্ল্যাস্টিক বর্জন কর্মসূচী
ইয়াজুল মোল্লা, অয়ন বাংলা, কালিকাপুর:
পরিবেশ দূষন রোধ, জলাভূমি সংরক্ষন, প্ল্যাস্টিক বর্জন, বাড়ি বাড়ি ঘুরে বর্জ্য পদার্থ সংগ্রহ এমন একাধিক পরিষেবা দিচ্ছে দক্ষিণ ২৪ পরগণা জেলার এই গ্রাম পঞ্চায়েত। সাধারণত পুরসভা যে ধরনের কাজকর্ম করে থাকে সামান্য পরিকাঠামো দিয়ে সেই ধরনের কাজ করছে কালিকাপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত। তারা শুধু নিজেরাই কাজ করছেন না পাশাপাশি এলাকার সাধারণ মানুষকেও সচেতন করার জন্য ১২ দফা আবেদন নিয়ে হ্যান্ডবিল পৌঁছে দিচ্ছে। এলাকার বিশীষ্ঠ মানুষদের নিয়ে গঠান করা হয়েছে পরিবেশ বাঁচাও কমিটি। গ্রাম পঞ্চায়েতের এ হেন উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বিধায়ক জীবন মুখোপাধ্যায়। তিনি বলেন, ‘সাধারণত পুরসভা যে ধরনের কাজ করে সেই ধরনের উদ্যোগ নিয়ে সাফল্যের সঙ্গে কাজ করছে কালিকাপুর ১ গ্রাম পঞ্চায়েত।
সোমবার ডাঃ বিধানচন্দ্র রায়ের জন্মদিবস উপলক্ষ্যে শুধু স্বাস্থ্য নয় তার পাশাপাশি পরিবেশ, নিকাশি ব্যবস্থার ওপর জোর দিল কালিকাপুর ১ গ্রাম পঞ্চায়েত।সাত সকালে সোনারপুর-ঘটকপুকুর রোডের কালিকাপুর থেকে মকরমপুর পর্যন্ত বর্ণাঢ্য র্যালি করল পঞ্চায়েত। র্যালিতে এলাকায় সাধারন মানুষের পাশাপাশি হাটলেন পঞ্চায়েত প্রধান মাধবচন্দ্র মন্ডল ও উপ প্রধান রূম্পা নস্কর, পঞ্চায়েত সদস্য, জেলা পরিষদ সদস্য প্রমুখ। তেমাথা, কালিকাপুর, মকরমপুর বাজারের সবকটি চা, মিষ্টি ও খাবারের দোকানে ডাস্টবিন প্রদান করা হয় পঞ্চায়েতের পক্ষ থেকে। সেই ডাস্টবিনেই খাবারের উচ্ছিস্ট, পাতা, প্লেট ফেলা হবে যা সংগ্রহ করবে পঞ্চায়েত। আগামী দিনে এই বর্জ্য থেকে সার তৈরি করার ভাবনা আছে বলে জানালেন উপ প্রধান রূম্পা নস্কর। এজন্য নাটাগাছি এলাকায় তিরিশ কাঠা জমি চিহ্নিত করে জেলাশাসক।