নিউজ ডেস্ক,অয়ন বাংলা:- কেন্দ্রীয় সরকারের মন্ত্রীর মাদ্রাসা নিয়ে বিরুপ মন্তব্য করার তীব্র প্রতিবাদ ও বাদানুবাদ রাজ্য বিধানসভায়। মাদ্রাসা নিয়ে কেন্দ্রীয় সরকারের মন্তব্যের তীব্র বিরোধিতা। বিধানসভায় তীব্র বিরোধিতা সরকার-বিরোধী দুপক্ষেরই। ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে এইধরনের মন্তব্য করা হচ্ছে, এই মন্ত্রীর বিরুদ্ধে কালো পতাকা দেখানো উচিত’ বিধানসভায় মন্তব্য বিরোধী দলনেতার। ‘আডবাণী স্বীকার করেছিলেন মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণ হয় না আসলে অশান্তি সৃষ্টির উদ্দেশ্যেই এই ধরনের মন্তব্য, দাবি সিদ্দিকুল্লার। সরকারের তরফে তীব্র নিন্দা করেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর দাবি উদ্দেশ্যপ্রণোদিতভাবে মন্তব্য করছে কেন্দ্র। বুদ্ধবাবু একটিমাত্র মাদ্রাসা সম্পর্কে এই ধরনের মন্তব্য করেছিলেন, কখনোই সব মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণের কথা বলেননি-বিধানসভায় দাবি বাম বিধায়কদের। ‘এনিয়ে প্রস্তাব এলে আলোচনা হবে, কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়েও দেওয়া হবে ’ জানিয়ে দেন বিধানসভার অধ্যক্ষ। এর আগেও একবার খাগড়াগড় কান্ডের গোটা বাংলার মাদ্রাসাকে কাঠগড়ায় তোলা হয়েছিল ,শুরু হয়েছিল এন আই এ তদন্ত ,কিন্তু তদন্তে কোন মাদ্রাসায় কোন কিছুই পাওয়া যায় নি। এই নিয়ে আবার শুরু হল নোংরা রাজনীতি ।