*মালদা জেলায় পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার ঈদ মিলনী গেট টুগেদার প্রোগ্রাম*
অয়ন বাংলা; এনআরসি ,দেশজুড়ে দলিত ও মুসলিমদের পিটিয়ে হত্যা দেশের সংকটময় পরিস্থিতি নিয়ে জনগণকে সচেতন করতে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার উদ্যোগে দেশব্যাপি চলছে ঈদ মিলনী গেট টুগেদার প্রোগ্রাম।
শনিবার মালদা জেলার সামসিতে একটি ঈদ মিলনী গেট টুগেদার প্রোগ্রামের আয়োজন করা হয় ।উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পপুলার ফ্রন্টের রাজ্য সভাপতি মুহাম্মাদ আসাদুল্লাহ সাহেব । তিনি তার বক্তব্যে বলেন ভারত বর্ষের অবস্থা এখন খুব ভয়াবহ। তার মধ্যে সব চেয়ে মুসলিমরা আতঙ্কের মধ্যে দিয়ে বসবাস করছে।
আজ মুসলিমরা শুধু মনে করে যে নামাজ ও রোজা করলেই যথেষ্ট। কিন্তু বর্তমানে মুসলিমদের নিরাপত্তার একান্তই প্রয়োজন। এখন মুসলিমদের কে মাযহাবী দ্বন্দ ভুলে গিয়ে মৌলিক অধিকারের লড়াই চালিয়ে যাওয়ার আহব্বান জানান ।আসামের এনআরসির অপ ব্যবহার হচ্ছে আর অন্যদিকে পশ্চিমবঙ্গেও এনআরসির অপব্যবহার করার চেষ্টা করছে বিজেপি।তার জন্য সমস্ত মুসলিমদের নিরাপত্তা ও আমানের অধিকার কে বুঝে নিতে হবে বলে জানান তিনি ।
এছাড়াও উপস্থিত ছিলেন কলিমুল্লাহ ও স্থানীয় সংগঠনের নেতৃত্ব ব্যাক্তি বর্গ।