সেফ ড্রাইভ,সেভ লাইফ নিয়ে বিশেষ সেমিনার লালগোলা থানায়

Spread the love

মিয়াদাৃ হোসেন,অয়ন বাংলা ,লালগোলা,মুর্শিদাবাদ :-SAFE DRIVE SAVE LIFE ” উপলক্ষে বিশেষ সেমিনার লালগোলা থানায় ।
লালগোলা থানার বিশেষ কিছু উদ্যোগ মধ্যে SAFE DRIVE SAVE LIFE ” অনুষ্ঠান টি সত্যি চোখে ধারার মতোন।সাধারণ মানুষ প্রতিদিন দূরঘটনা মারা যাচ্ছেন ,রাস্তা ঘাঠ নিরাপত্তা ব্যবস্থা আরো জোর দেওয়ার উপর জন্য, এ প্রোগ্রাম গুলি মানুষের কাছে পৌঁছে দেওয়া কাজে লালগোলা থানা সদা প্রস্তুত আছে বলে জানান লালগোলা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা সৌম্য দে ।তা ছাড়া বিভিন্ন ধরনে এন জি ও সংস্থা ক্লাব পথ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আমাদের প্রচার ,র‍্যালি কাজ চলছে ।তার সঙ্গে পানীয় জলের সমস্যা কথা তুলে ধরেন, বূক্ষ রোপণে উপর মানুষ কে জোর দিতে হবে ।বতর্মান সমাজের সাইবার ক্রাইম রোধ ও তা থেকে অপসংস্কৃতি সূজনশীল ,ঐতিহ্য ময় সমাজ গঠনের জন্য সকলকে সচেতন হওয়া উচিত ।বিশিষ্ট সমাজ সেবী ফারুক আব্দুল্লা জানান আমরা আজ সামাজিক জীব হয়েও অনেক রকম সমস্যা মধ্যে রয়েছি ।রাস্তায় যে ভাবে মানুষ দূরঘটনা মারা যাচ্ছে, তা সত্যিই বেদনাদায়ক , দূক্ষজনক ।তাই মানুষ কে সচেতন করতে আমরা ও লালগোলা থানা উদ্যোগে বিভিন্ন ধরনে র‍্যালি করে থাকি ,মানুষের সুবিধা জন্য ।র‍্যালি জমায়েত স্কুলে পড়ুয়া থেকে সাধারণ মানুষ ও ,সমাজ সেবি মানুষ জন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.