মুর্শিদাবাদ জেলা তৃণমূল ছাত্র পরিষদের সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন এস.কে.এম মিজানুর রহমান
নিজেস্ব সংবাদদাতা,অয়ন বাংলা,মুর্শিদাবাদ: লোকসভা নির্বাচনের ফলাফল কে ইসু করে জেলার সকল রাজনৈতিক দল আগামী বিধানসভা কে পাখির চোখ হিসেবে রাখছেন। সেই পরিপ্রেক্ষীতে শুরু হয়েছ নেতা ছাঁটাই-বাছাই পর্ব। আজকে তারই এক মিটিং ডাকা হয়েছিল মুর্শিদাবাদ জেলা তৃণমূল কার্যালয়ে, উপস্থিত ছিলেন ভীষ্মদেব কর্মকার, আসিফ আহমেদ, এস.কে.এম মিজানুর রহমান, সুমন দাস প্রমুখ।
মুর্শিদাবাদ জেলার প্রত্যেক কলেজ ও বল্ক থেকে আসা ছাত্রনেতারা পরষ্পর নিজ নিজ কলেজের ছাত্র সংগঠন কেন্দ্রিক বক্তব্য রাখেন। এছাড়াও একুশে জুলাই শহীদ দিবস এর প্রস্তুতি এবং আঠাশে আগষ্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস কে মূল এজেন্ডায় রাখে সকলেই। ভর্তি পক্রিয়া তে যথাযত ক্লাস চালু নিয়েও বিস্তর আলোচনা করেন জেলার পৌড় খাওয়া ছাত্রনেতারা। আগামী কয়েক মাসের মধ্যে রাজ্য জুড়ে কলেজ ভোট, সেই উদ্দেশ্য নিয়ে আগামীতে শক্ত সংগঠন গড়ে তুলতে চলেছে তৃণমূল ছাত্র পরিষদ। এস.কে.এম মিজানুর রহমান তার ভাষনে বলেন “জেলা জুড়ে তৃণমূল ছাত্র পরিষদের সদস্য সংগ্রহ ও তাদের রাজনৈতিক প্রশিক্ষনের দায়িত্ব নিতে হবে জলা নেতৃত্ব কে। আরও বলেন এবিভিপি কে কোন কলেজে ঢুকতে দেব না আমরা”।
সর্বোপরি জেলা কমিটিও ঘোষণা করা হয়। মুর্শিদাবাদ জেলা তৃণমূল ছাত্র কমিটির জেলা সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয় দীর্ঘ দিনের সংগ্রামী ছাত্রনেতা এস.কে.এম মিজানুর রহমান কে। এছাড়াও কার্যকারি সভাপতি হিসেবে পুনরায় ঘোষনা হয় আসিফ আহমেদের নাম।