‘জল বাঁচাও দিবস’ পালিত হলো নবগ্রামে
নিজেস্ব সংবাদদাতা, অয়ন বাংলা, মুর্শিদাবাদ; রাজ্য সরকারের মতানুষারে পালিত হলো জল বাচাও দিবস। এই ১২ই জুলাইয়ে সারা রাজ্যের মতো নবগ্রামও ব্লক কৃষি দপ্তরের ডাকে আয়োজিত হলো জল বাচাও কেন্দ্রিক সেমিনার।
উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তি ADA,নবগ্রাম ডঃ বরুণ খাঁ মহাশয়, উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক এস.কে.এম মিজানুর রহমান প্রমুখ । শুধু মাত্র জল বাচাও কেন্দ্রিক বললে ভুল হবে, এখানে চাষাবাদ কে কী করে আরও উন্নত করা যায় এবং অল্প জল অপচয়ের মাধ্যমে চাষাবাদ কারা যায় এবং তা নিয়ে সরকারের ভাবমূর্তি কী তাও বিস্তারিত আলোচনা করেন নবগ্রাম ব্লক কৃষি অধিকর্তা বরুণ খাঁ মহাশয়।