নিউজডেস্ক,অয়নবাংলা:-বাংলায় সিপিএম কংগ্রেস জোট নিয়ে দফায় দফায় আলোচনা হল কিন্তু জট কাটল না রায়গঞ্জ আর মুর্শিদাবাদ আসন নিয়ে।রায়গঞ্জে কংগ্রেস চাইছে দীপা দাসমুন্সিকে আর বামফ্রন্ট চাইছে মহঃসেলিম কে ,আবার মুর্শিদাবাদ কেন্দ্রে বামফ্রন্টের গতবারের বিজয়ী বদরুদ্দোজা খান কেই আবার প্রার্থী করতে চাইছে সিপিএম কিন্তু কংগ্রেস আগে থেকেই নাম ঘোষণা করে রেখেছে সাত্তার সাহেবের সুযোগ্য সন্তান আবু হেনা র।কিন্তু সমঝোতার অন্যতম শর্ত ছিল একে অপরের জেতা সিটে প্রার্থী দেবে না সিপিএম এবং কংগ্রেস। যদিও গত ২০১৪ সালে সিপিএমের জেতা রায়গঞ্জ এবং মুর্শিদাবাদ আসনে সংশ্লিষ্ট জেলা কংগ্রেস প্রার্থী দিতে চাইছে এবং সেই জটিলতা এখনও না কাটায়, সিপিএম নেতৃত্ব নিজেদের প্রার্থীদের তালিকা
একপ্রকার চূড়ান্ত করে ফেলল।
বুধবার আলিমুদ্দিন স্ট্রিটে বসেছিল সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠক। সেখানে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতার প্রাথমিক শর্ত মেনে নিলেও রায়গঞ্জ ও মুর্শিদাবাদ কেন্দ্র ছাড়তে নারাজ।এর মধ্যে প্রাথমিক প্রার্থী তালিকায় পনের জনের নাম ঘোষণা করল বামফ্রন্ট। মুর্শিদাবাদ কেন্দ্রে এদিকে বদরুদ্দোজা র নামে দেওয়াল লিখা শুরু হয়ে গেছে।দেখা যাক শেষ পর্যন্ত জল কোনদিকে গড়ায়।