অয়ন বাংলা ,নিউজ ডেস্ক:-বাংলায় বিজেপি ঝড় কার্যত মুখ থুবড়ে পড়েছে,একের পর এক পৌরসভা বিজেপির কাছ থেকে তৃণমূল ঘর ওয়াপসি করে দখল নিচ্ছে। হালিশহর ও কাঁচরাপাড়ার যে কাউন্সিলররা তৃণমূল ছেড়ে BJP-তে যোগদান করেছিলেন, তাঁদের সিংহভাগই ফিরে এসেছেন তৃণমূলে। এবার কি পালা গারুলিয়ার? টুইটারে তৃণমূল সমর্থকদের একাংশের দাবি, এবার গারুলিয়া পুরসভাতেও ‘ ঘর ওয়াপসি ‘ ঘটতে চলেছে। যদিও দলীয় নেতৃত্বের তরফে এই প্রসঙ্গে কোনও মন্তব্য করা হয়নি।
পড়ুন: ‘১০৭ বিধায়ক যোগাযোগ রাখছেন’, দাবি মুকুলের! ‘গড় সামলান’ পরামর্শ অভিষেকের
গত ১৭ জুন গারুলিয়া পুরসভার ১২ জন কাউন্সিলরকে সঙ্গে নিয়ে BJP-তে যোগ দেন নোয়াপাড়ার তৃণমূল কাউন্সিলর সুনীল সিং। তিনি গারুলিয়া পুরসভার চেয়ারম্যান পদেও রয়েছেন। এর ফলে ২০ আসনের পুরসভার ১৩টি আসনই পেয়ে সংখ্যাগরিষ্ঠতা পায় BJP। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানও দল বদলে নিয়েছেন। ফলে বোর্ড না ভেঙেই বোর্ডের রং বদলে দিতে পেরেছিলেন সুনীলরা। প্রসঙ্গত, সম্পর্কে অর্জুন সিংয়ের ভগ্নীপতি সুনীল সিং।
তবে অর্জুন দূর্গে একের পর এক ফাটল ধরাচ্ছে রাজ্যের শাসকদল। হালিশহর ও কাঁচরাপাড়ার (মুকুল-শুভ্রাংশু রায়ের গড়) পর তাই আলোচনায় উত্তর ২৪ পরগনার গারুলিয়া পুরসভাও।
তবে অর্জুন দূর্গে একের পর এক ফাটল ধরাচ্ছে রাজ্যের শাসকদল। হালিশহর ও কাঁচরাপাড়ার (মুকুল-শুভ্রাংশু রায়ের গড়) পর তাই আলোচনায় উত্তর ২৪ পরগনার গারুলিয়া পুরসভাও। এ দিকে মুকুল রায় কোণঠাসা দলে একঘরে ।