অয়ন বাংলা ,নিউজ ডেস্ক:- বলিউড জনপ্রিয় অভিনেত্রী স্বরা ভাস্কর দু’দিন আগেই টুইট করেন ‘মুঘলেরা ভারত লোটেনি, তারা ভারতকে ধনী করেছে।”
এই টুইটের পড়েই সোশ্যাল মিডিয়াতে ট্রোল্ড হন স্বরা। এইধরনের বক্তব্য রাখার জন্য নেটিজেনেদের কু-নজরে চলে এসেছেন স্বরা। তাঁর এই টুইটের উত্তরে নেটিজেনেরা কেউ মুসলিম আতঙ্কবাদী বলেন আবার কেউ স্বরার লাইমলাইট নিয়ে নানান কথা বলেন। কেউ তাঁকে পাকিস্তানের এজেন্ট বলেও আখ্যা দিয়েছেন বলে জানা গিয়েছে। যদিও এই প্রশ্নের বা সমালোচনার উত্তরে কিছুই জবাব দিতে দেখা যায়নি স্বরাকে। তবে তাঁর এই টুইটের জন্য রীতিমতো বিতর্ক সৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে।
এই বিষয় নিয়ে স্বরা আরও জানান, ”ভারতবর্ষে মুঘলেরা এসেছিলেন কিন্তু তাঁরা কোনও খারাপ কাজ করেনি। তারা ভারতে ব্যবসা-বাণিজ্য বাড়াতে সাহায্যে করেছেন, রাস্তা-ঘাট কিংবা সমুদ্রে বন্দর ও ভালো পণ্যের আমদানিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে”।