নিউজ ডেস্ক,অয়ন বাংলা, পাটনা:-আবার খুন ,আবার ফ্যাসীবাদী মধ্যযুগীয় বর্বরতা , বিহারের ছাপরা জেলাতে মব লিন্চিং এর মামলা সামনে এসেছে৷ অভিযোগ যে, শুক্রবার রাতে বেনিয়াপুকুর থানার অভ্যন্তরভাগের এক স্থানে মোষ চুরির নিয়তে ৪ জন এক বাড়ীতে ঢোকে৷ বাড়ীর লোক তাদের কে ধরে ফেলে৷ উন্মত্ত জনতা জায়গায় ৩ জন কে পিটিয়ে হত্যা করে৷ তাদের মধ্যে একজন ভীষণভাবে আহত হয়৷
মৃত ব্যক্তি দের নাম রাজু নট, নৌশাদ কুরেশী ও বিদেশ নট৷ চতুর্থ ব্যক্তি বেনিয়াপুকুর স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন৷ এই ঘটনা পুলিশে জানাজানি হলে ঘটনাস্থলে অনেক সংখ্যায় পুলিশ গিয়ে পৌঁছান৷
এই ঘটনায় জানানো হচ্ছে যে প্রথমে রাজবলী রাম এর বাড়ীতে তিনটি ছাগল চুরি হয়৷ এই ঘটনা নিয়ে যথারীতি হইচই হয়৷ তারপর সবাই ঘুমিয়ে পড়লে আবার বাড়ীতে চোর ঢোকে মেষ চুরির উদ্দেশ্যে৷ কিন্তু, তারা ধরা পড়ে যায় এবং ঐ ঘটনা ঘটে৷
এই ঘটনার পর মৃতদের বাড়ীর লোকজন ঝামেলা শুরু করে৷ মৃতদের আত্মীয়স্বজনের দাবি এসব কিছু মিথ্যা সাজানো এবং তারা এর বিচার চাইছেন৷ মৃতদের বাড়ীর লোক মুখ্যমন্ত্রীর কাছে এর ন্যায় চেয়েছেন৷