সংসদে মমতার পাশে দাঁড়িয়ে সরব হলেন অধীর চৌধুরী

Spread the love

অয়ন বাংলা,নিউজ ডেস্ক:- অধীর চৌধুরী সংসদে গলা ফাটালে মূখ্যমন্ত্রী মমতা ব্যার্নাজী হয়ে । এতদিন রাজ্যের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একা লড়াই করছিলেন। এবার লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী বিশেষ আর্থিক প্যাকেজের জন্য সরব হলেন। বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী বলেন, রাজ্যে বিশেষ আর্থিক প্যাকেজের দাবি অযথা নয়। আইনি বলেই রাজ্য আর্থিক প্যাকেজ পাওয়ার যোগ্য। তাই অবিলম্বে এই বন্দোবস্ত করতে হবে।
অধীর চৌধুরী এই সংক্রান্ত বিল লোকসভায় পেশ করার কথা বলেন। তাঁর উত্তরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দদের অনুমতি মিললেই এই বিল লোকসভায় পেশ করা যাবে। অতএব এই বিল লোকসভায় উপস্থাপনা করতে এখন রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষা।
রাজ্যে ক্ষমতায় আসার পর বামফ্রন্ট আমলের ঋণের বোঝা সামাল দিতে কেন্দ্রের কাছে বিশেষ আর্থিক প্যাকেজ দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বারবার কেন্দ্রের কাছে দরবার করেছেন। রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র ছাড়াও তৃণমূলের সংসদরা বারবার এই মর্মে গর্জে উঠেছেন।
কিন্তু কি ইউপিএ সরকার, আর কি এনডিএ সরকার- কেউ কর্ণপাত করেনি। এবার মমতার বাংলাকে বিশেষ আর্থিক প্যাকেজ পাইয়ে দেওয়ার জন্য লড়াই করছেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। উভয়ের মধ্যে অহি-নকুল সম্পর্ক উপেক্ষা করে বাংলার জন্য লোকসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানো বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
বিশেষ আর্থিক প্যাকেজ প্রাপ্তি প্রসঙ্গে অধীর চৌধুরী বলেন, “তৃণমূলের সঙ্গে আমার রাজনৈতিক বিরোধ থাকতে পারে। কিন্তু পশ্চিমবঙ্গে আমাদেরও অধিকার আছে। তাই কোনও সরকারের ভাবনা নয়, রাজ্যের মানুষের কথা মাথায় রেখেই আইন প্রণয়নে বিশেষ আর্থিক সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.