নিউজ ডেস্ক ,অয়ন বাংলা :-বিধায়ক মন্ত্রীদের পর ভাতা বাড়ল গ্রাম পঞ্চায়েতের সদস্যদের ।
আজ নবান্নে জেলা পরিষদের সদস্যদের নিয়ে বৈঠক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন ৮০০জন সদস্য।এদিনের বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।ত্রিস্তর পঞ্চায়েত সদস্যের ভাতা বৃদ্ধি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
একনজরে দেখে নিন ,
●জেলা পরিষদের সভাধিপতিরা আগে ৬,৬০টাকা করে পেতেন।এবার থেকে তাঁরা পাবেন ৯ হাজার টাকা।
●জেলা পরিষদের সহ -সভাধিপতিরা আগে ৫০০০ হাজার টাকা করে পেতেন।এবার থেকে ৮হাজার টাকা পাবেন।
●কর্মাধ্যক্ষরা পেতেন ৪হাজার টাকা।এবার থেকে ৭হাজার টাকা পাবেন।এবং সাধারন সদস্য যারা দেড় হাজার টাকা করে পেতেন, তা বাড়িয়ে ৫হাজার টাকা করা হয়েছে।
এছাড়া পঞ্চায়েত সমিতির যাঁরা সাড়ে ৩হাজার টাকা পেতেন, তাদের ছয় হাজার টাকা করা হয়েছে।সহ সভাপতি, যারা পেতেন ৩হাজার টাকা তা বাড়িয়ে ৫,৫০০ টাকা করা হয়েছে।কর্মাধ্যক্ষদের ভাতা আড়াই হাজার থেকে বাড়িয়ে পাঁচ হাজার করা হয়েছে। সাধারণ সদস্য যাঁরা দেড় হাজার টাকা করে পেতেন, তাঁদের এবার থেকে সাড়ে তিন হাজার টাকা দেওয়া হবে।