নিউজ ডেস্ক,অঅয়ন বাংলা, বারুইপুর:- টাকা মাসল মাসল ম্যান আর অস্ত্র নিয়ে ই বিজেপি কারবার,আর এই ভোট বৈতরনী পারের চেষ্টা । বিপুল অস্ত্র সহ গ্রেফতার হলেন এক বিজেপি কর্মী। রবিবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানায়, ধৃতের নাম বাসুদেব কয়াল। তাঁর কাছ থেকে দুটি লং রেঞ্জের দো-নলা বন্দুক ও ৪০টি কার্তুজ উদ্ধার হয়েছে। কার্তুজগুলির মধ্যে ১২ বোরের এবং ৮ মিলিমিটারে কার্তুজ রয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়েই এদিন দুপুরে জনগরের বেলে দুর্গানগর থেকে আগ্নেয়াস্ত্র সহ বাসুদেব কয়ালকে গ্রেফতার করে বকুল থানার পুলিশ। বিজেপি নেতার কাছে এত আগ্নেয়াস্ত্র দেখে পুলিশেরও চক্ষু চড়কগাছ হয়ে যায়। এই অস্ত্র মজুতের কারণ সম্পর্কে বাসুদেব কয়াল পুলিশকে জানিয়েছেন, এলাকার একটি জায়গার দখল নিয়ে তৃণমূলের সঙ্গে তাদের বিবাদ শুরু হয়েছে। সেই বিবাদ সংঘর্ষের দিকে এগোচ্ছে এবং সে কারণেই ওই আগ্নেয়াস্ত্র মজুত করা হচ্ছিল। স্থানীয় বিজেপি পঞ্চায়েত সদস্যার স্বামী সত্যজিত্ কয়াল সহ রূপনগরের দুই বিজেপি কর্মী বাবলু ও পরেশ তাঁকে দিয়ে এই আগ্নেয়াস্ত্র আনিয়েছেন বলেও অভিযোগ জানিয়েছেন তিনি।
আগ্নেয়াস্ত্র মজুতের ব্যাপারে বাসুদেবের বয়ান শুনে পুলিশ নিশ্চিত যে, এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে তৃণমূল-বিজেপির মধ্যে জোর সংঘর্ষ বাধতে চলেছে। যদিও বাসুদেব যাঁদের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র আনার অভিযোগ তুলেছেন, তার সত্যতা সম্পর্কে নিশ্চিত নয় পুলিশ। তবে এলাকায় সংঘর্ষ এড়াতে তদন্ত শুরু করেছে বকুল থানার পুলিশ। পঞ্চায়েত সদস্যার স্বামীর বিরুদ্ধে ওঠা অভিযোগও খতিয়ে দেখছে। অন্যদিকে, বাসুদেবের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার তাঁকে আদালতে পাঠানো হবে
বলে স্থানীয় পুলিশ আধিকারিক জানিয়েছেন।
Bjp ato astro ki korbe? Danga lagia manush hatya korar porikolpona korchhe Bharatio Jaghanno Party. .