অয়ন বাংলা, নিউজ ছিলেন ডেস্ক:- আর রাজ্যপাল হয়ে থাকতে চান না , তাই রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিলেন মিজোরামের রাজ্যপাল ,যা নিয়ে জোর জল্পনা কল্পনা শুরু হয়েছে। তিনি হলেন কুম্মানাম রাজাশেখরণ,বর্তমান মিজোরামের রাজ্যপাল হিষাবে যিনি দায়িত্বে আছেন। রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিলেন শুক্রবারে। ,তার এই ইস্তফাপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। নিজের রাজ্য কেরলে, ফিরে গিয়ে সেখান থেকে লোকসভা নির্বাচনে লড়তে চান বিজেপি’র টিকিটে , এমনটাই মত ব্যক্ত করেছেন তিনি। কেরলের কোন আসনে তিনি লড়বেন !সূত্রের খবর, শশী থারুরের লোকসভা কেন্দ্র তিরুঅনন্তপুরম থেকে তিনি বিজেপি’র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
রাজনৈতিক মহলের খবর জোর লড়াই হবে কংগ্রেস–বিজেপি কেরলের তিরুঅনন্তপুরমে।
মিজোরামে নতুন করে কাউকে রাজ্যপাল নিয়োগ না করে অসমের রাজ্যপাল জগদীশ মুখীকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে বলে খবর।
এখন থেকে তিনিই মিজোরাম দেখবেন।
বিজেপি সভাপতির দায়িত্ব নিয়ে বিজেপি কেরলে প্রথম খাতা খোলে ২০১৬ সালের বিধানসভায়।