সেন্ট্রাল বাস সিন্ডিকেটের উদ্যোগে বকখালি থেকে কলকাতা সরাসরি বাস সার্ভিস উদ্ভোধন
ইয়াজুল মোল্লা, অয়ন বাংলা, বকখালি: দক্ষিণ ২৪ পরগনার বকখালি থেকে কলকাতা সরাসরি বাস সার্ভিস চালু হলো। এদিন ১০ খানা বাস আনুষ্ঠানিকভাবে চালু করল বকখালি সেন্ট্রাল বাস সিন্ডিকেট। এই দূরপাল্লা বাস যাত্রার শুভ উদ্ভোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ পরমেশ্বর মণ্ডল। দূরপাল্লার এই বাস চালু হও়ায় স্থানীয় ব্যবায়ীরা ও পর্যটকরা প্রচন্ড খুশি।
এদিন উপস্থিত ছিলেন শ্রীমন্ত কুমার মালি- দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের অধ্যক্ষ, গৌতম বিশ্বাস- ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক, শক্তি মণ্ডল- দক্ষিণ ২৪ পরগনার শ্রমিক ইউনিয়নের সভাপতি, কল্পনা মালি মন্ডল- নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি, গৌতম প্রামাণিক- ফেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান ও আরো অনেকে।
শ্রীমন্ত মালি বলেন বকখালি এলাকার মানুষের দীর্ঘদিনের চাহিদা ছিল দূরপাল্লা গামী বাসের, আমরা রাজ্যের পরিবহন মন্ত্রীর সাথে যোগাযোগ করে সেই বিষয়ে অনুমোদন পেয়েই আজকের দূরপাল্লা বাস যাত্রার উদ্বোধন করা হলো।
সাধারণ মানুষের আরো সুযোগ-সুবিধা পাওয়া গেল এই পরিষেবার মধ্যে। ব্যবসায়ী ও পর্যটকেরা সরাসরি বকখালি থেকে হাওড়া কলকাতা পৌঁছাতে পারবে পরীক্ষামূলক ভাবে বকখালি থেকে দীঘা পর্যন্ত দুখানা বাস দেয়া হয়েছে এবং বকখালি থেকে পাথর প্রতিমা পর্যন্ত বাস সার্ভিস চালু করা হয়েছে। আই এন টি ইউ সি সভাপতি শক্তি মণ্ডল বলেন রাজ্যের মা-মাটি-মানুষের অনুপ্রেরণায় আগামী দিনে আরও বেশ কিছু প্রকল্প হাতে নেয়া হয়েছে বকখালি মানুষের জন্য. বকখালি তে একটি অত্যাধুনিক বাস টার্মিনাল করার পরিকল্পনা চলছে। তিনি আরো বলেন এখনকার লোকাল বাসের কথা মাথায় রেখে এই দূরপাল্লা বাসের সময়সূচি নির্ধারণ করা হবে।