নিউজ ডেস্ক,অয়ন বাংলা:-আবার বিদ্বজনেরা মোদীর বিরুদ্ধে চিঠি পাঠালেন ,আর এই নিয়ে ক্ষেপে গেলেন মতিভ্রম হওয়া তথা গত রায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাঠানো বিদ্বজ্জনেদের চিঠিতে সই করেছেন আদুর গোপাল কৃষ্ণণ, গৌতম ঘোষ, অপর্ণা সেন, শ্যাম বেনেগাল, সৌমিত্র চট্টোপাধ্যায়, কেতন মেটা, অনুরাগ কশ্যপ, অঞ্জন দত্ত, কৌশিক সেন, ঋদ্ধি সেন, কঙ্কণা সেনশর্মা, জয়া মিত্র, বিনায়ক সেন, অনুপম রায়, রূপম ইসলাম, পরমব্রত চট্টোপাধ্যায়, শোভা মুদ্গল, সুমন ঘোষ, ঐতিহাসিক রামচন্দ্র গুহ, সুমিত সরকারের মতো সমাজের বিভিন্ন ক্ষেত্রের ৪৯জন।
বিতর্কিত ইস্যুতে মুখ খুললেন মেঘালয়ের গভর্নর তথাগত রায়। মোদীকে উদ্দেশ্য করে বিদ্বজ্জনদের পাঠানো চিঠি প্রসঙ্গেই এবার সরব তিনি। ট্যুইটারে দিলেন প্রতিক্রিয়া।
আজ সকাল থেকে যখন এই খবরে সরগরম রাজ্য থেকে জাতীয় রাজনীতি। তার মধ্যেই বোমা ফাটালেন তথাগত রায়। একের পর এক ট্যুইট করেছেন তিনি। লিখেছেন, ‘এদের মধ্যে কেউ আল্লাহু আকবর ধ্বনির বিরুদ্ধে কোনও কথা বলেননি। অথচ এটাই সবথেকে বড় রণধ্বনি। যার জন্য হাজার হাজার মানুষ আক্রান্ত হয়েছেন।
শুধু তাই নয়, গ্রেট ক্যালকাটা কিলিংয়ের বর্ণাও দিয়েছেন তথাগত। তিনি আরও লিখেছেন, সস্তার পাবলিসিটির জন্যই কিছু মানুষ এসব বলছে। এরা ইতিহাস ভুলে গিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
সত্যিই আজ শিক্ষিত বুদ্ধিজীবির বিরুদ্ধে সরকার পক্ষ যেন একপক্ষীয় মনোভানাপন্ন ।