অয়ন বাংলা ,নিউজ ডেস্ক:- বাংলায় শাসক তৃণমূল এখন অনেকটাই ব্যাকফুটে বিজেপির পৌষমাস৷ এটা প্রায় সবার জানা৷ ঠিক এই রকম এক সময়ে তৃণমূলকে ধাক্কা দিতে এই প্রথমবার বাংলায় লড়তে আসছে অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমেন(এআইএমআইএম)৷ এই দলের প্রধান মুখ আসাদ উদ্দিন ওয়েসি ও তাঁর ভাই আকবর উদ্দিন ওয়েসি৷ এই দলটি মূলত অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় প্রতিদ্বনিদ্বতা করে৷ হায়দরাবাদ ভিত্তিক এই মুসলিম দল ২০২১ সালে প্রথমবার বাংলায় বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবে৷ এই দলের জাতীয় মুখপাত্র তথা বাংলার পর্যবেক্ষক অসীম ওয়াকার হিন্দিতে ট্যুইট করে মঙ্গলবার এ কথা জানিয়েছেন৷ তাঁর কথায়, আমাদের নগণ্য মনে করলে ভুল করা হবে৷ আসলে আমরা ছোট দল হলেও অ্যাটম বোমা৷ তিনি সরাসরি তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কাছে জানতে চেয়েছেন তিনি কী তাঁর দলকে বন্ধু না শত্রু মনে করছেন? যদিও এই নিয়ে তৃণমূলের পক্ষ থেকে এখনও কনও মন্তব্য করা হয়নি৷
বাইরের রাজ্য থেকে কোনও আঞ্চলিক দল বাংলা বিধানসভা ভোটে লড়বে এটা কিছু নতুন কথা নয়৷ এখনও সপা, বসপা , জেএমএম ইত্যাদি ভিন রাজ্যের আঞ্চলিকদল বাংলা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে৷ তবে শাসকদল সহ বাম-কংগ্রেসের কাছে দুর্ভাবনার জায়গাটা অন্য ক্ষেত্রে৷ ওয়েসির দল বাংলায় লড়লে বিজেপির অ্যাডভান্টেজ৷ তার কারণ মুসলিম ভোট৷ মুসলিম ভোটের বিরাট অংশ এখনও তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়৷ কিছুটা ভাগ পায় বাম ও কংগ্রেস৷ ওয়েসির এআইএমআইএম আসা মানে নিশ্চিতভাবে শাসকদলের ভোট ব্যাঙ্কে আঘাত করবে৷ আর তাতে সুবিধে হবে বিজেপির৷ এমনিতেই ২০১৯ লোকসভা পরিবর্তিত অবস্থায় বিজেপি অনেকটাই সুবিধেজনক অবস্থায় আছে৷ সেখানে ওয়েসিদের আগমন মানে তৃণমূলের কাছে তা ‘গোদের ওপর বিষফোড়া’র মত ।
আসাদ উদ্দিনের এই বাংলায় মুসলিমদের একটা বড় অংশের সমর্থন আছে৷ এই অবস্থায় তৃণমূল কংগ্রেস এই দলকে সমর্থন করলে তাদের হিন্দু ভোট ব্যাঙ্ক কমে যাওয়ার যথেষ্ট আশঙ্কা আছে৷ নজরুল মঞ্চে ওয়েসির দলের সম্মেলন শেষ মুহূর্তে বাতিল হয়ে গিয়েছে৷ বিজেপির নেতা স্বায়ন্তন বসুর কথায়, ওয়েসি মমতার সঙ্গে আসন রফা নিয়ে রীতিমতো দরাদরি করছেন৷ এর ফলে আমাদের আরও সুবিধে হবে৷ দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।