আন্তর্জাতিক ডেস্ক,অয়ন বাংলা:- বন্দীদের বেনজির গণহত্যা , বেনজির গোষ্ঠীদ্বন্দ্ব ব্রাজিলের জেলে, যার জেরে খুন হতে হল কমপক্ষে ৫৭ জন বন্দিকে। এর মধ্যে ১৬ জনের মুণ্ডচ্ছেদও করা হয়েছে। নৃশংস এই ঘটনার পর জেল কর্তৃপক্ষের সাফাই, জেলে বন্দিদের সংখ্যা তুলনায় অনেক বেড়ে গিয়েছে যার জেরেই সমস্যা দেখা দিচ্ছে!
কর্তৃপক্ষের থেকে জানা গিয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল ৭টা নাগাদ ব্রাজিলের পারা রাজ্যের একটি জেলে দুই বিরোধী দলের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাঁধে। এই বিরোধের মাঝেই একদল বেশকিছু সেলের মধ্যে আগুন লাগিয়ে দেয়। এর ফলেই অনেক বন্দি জেলের মধ্যেই পুড়ে মারা যায়। বাকিদের মধ্যে থেকে ১৬ জনের মুণ্ডচ্ছেদ করা হয়। এই ঘটনার সম্পূর্ণ একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা গেছে, বন্দিদের কাটা মাথা নিয়ে অন্য বন্দিরা রীতিমতো ফুটবলে মত্ত!
প্রশাসন সূত্রে বলা হয়েছে, ব্রাজিলে এই সমস্যা দীর্ঘদিনের। এখানে জেলকক্ষের থেকে বন্দিদের সংখ্যা বরাবরই বেশি, তাই এই ধরনের ‘গ্যাং ওয়ার’ অত্যন্ত ‘স্বাভাবিক’ বিষয়। তবে এইবারের ঘটনা সমস্ত সীমানা পেরিয়ে গিয়েছে। জেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এই ঘটনা পূর্ব পরিকল্পিত। উল্লেখ্য, বন্দিদের সংখ্যার নিরিখে গোটা বিশ্বে তিন নম্বরে উঠে এসেছে ব্রাজিলের নাম।