নিউজ ডেস্ক,অয়ন বাংলা:- কেরলের তিরুবনন্তপুরমে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু সাংবাদিকদের৷ বৃহস্পতিবার রাত ১টা নাগাদ বছর
চৌত্রিশের সাংবাদিক কে মহম্মদ বসিরের বাইকে ধাক্কা মারে একটি প্রাইভেট গাড়ি৷ অভিযোগ,গাড়িটি চালাচ্ছিলেন এক
আইএএস অফিসার
পুলিশ সূত্রে খবর, অফিস থেকে বাড়ি ফিরছিলেন মালায়লম দৈনিক ‘সিরাজ’এর বুরো চিফ মহম্মদ বসির৷ সেইসময় ঘটে দুর্ঘটনা৷ নীল রঙের প্রাইভেট গাড়িটিতে আইএএস অফিসার শ্রীরাম ভেঙ্কটারমণ ছাড়াও ছিলেন এক মহিলা৷ তবে গাড়িটি চালাচ্ছিলেন শ্রীরামই৷
এখানেই গল্পের শেষ নয়৷ পুলিশ তাকে আটক করার পর তার রক্তের নমুনা সংগ্রহ করতে গেলেই বাধা দেন ওই আধিকারিক৷ এরপরেই সন্দেহ হয় পুলিশের৷ তাকে তত্ক্ষণাত্ গ্রেফতার করে পুলিশ৷ এরপর সংগ্রহ করা হয় রক্তের নমুনা৷
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গাড়ি চালানোর সময় মদ্যপ ছিলেন আধিকারিক৷ এদিকে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, রাস্তার ধারে দেওয়ালে দুমড়ে মুচড়ে ছিল প্রাইভেট গাড়িটি৷ পাশেই ভাঙাচোরা অবস্থায় পড়েছিল বাইকটি৷ সেসময় গাড়ির চালকের সিট থেকে নামতে দেখেন এক পুরুষকে৷ বেপোরোয়া গাড়ি চালানোর জেরেই এই দুর্ঘটনা বলে মনে করছে পুলিশ৷
ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন৷ শোকের ছায়া কে মহম্মদ বসিরের পরিবারেও৷