ঘরে ফিরলেন সংঘর্ষ কবলিত এলাকার ঘরছাড়া সংখ্যালঘুরা বিজেপির হাত ধরে

Spread the love

নিউজ ডেস্ক, মেদিনীপুর:- মানবতার পরিচয় এবার বিজেপির, সামনেই কুরবানীর ঈদ। তার আগে পশ্চিম মেদিনীপুর জেলার সংঘর্ষ কবলিত এলাকার লোকজন যাতে নিজের নিজের পরিবারে ফিরতে পারে তার ব্যবস্থা করল বিজেপি। শনিবার মেদিনীপুর সদর ব্লকের ছেড়ুয়া ও হাতিহলকা গ্রামে তিন শতাধিক বিজেপি কর্মীকে বাড়িতে ফিরিয়েছে বিজেপি। তাদের এই উদ্যোগকে সহায়তা করেছে জেলা পুলিশ প্রশাসনও। গত দুই মাসেরও বেশি সময় ধরে মেদিনীপুর সদর ব্লকের ছেড়ুয়া ও হাতিহলকা গ্রামে রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটে চলেছিল। তার জেরে দুই গ্রামেই বিজেপি ও তৃণমূলের সংঘর্ষে প্রায় একশোর বেশি বাড়ি ভেঙেছে। সেই সঙ্গে বোমাবাজি, লুঠতরাজের জেরে ওই দুই গ্রামে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে ধরপাকড় শুরু করে। তার জেরেই গ্রামের অনেক লোক গ্রাম ছেড়ে অন্য জায়গায় চলে যায়।

বিজেপির জেলা সম্পাদক অরূপ দাস জানান, ‘কুরবানীর ঈদে সকলেই যাতে উত্সব পালন করতে পারে তার জন্য প্রশাসনের সহযোগীতা নিয়ে এই বাড়িছাড়া মানুষদের বাড়িতে ফিরিয়ে দিলাম। সকলকে শান্তির বার্তা দিয়েছি। এরপর কেউ আমাদের কর্মীদের আক্রমন করলে আমরা কিন্তু চুপ থাকবো না।’ বিষয়টি নিয়ে জেলা তৃণমূলের নেতা মহম্মদ রফিক বলেন, ‘আক্রমনকারী ওরাই, তাই পুলিশের গ্রেফতারীর ভয়ে এলাকা ছাড়া ছিল। ফের গল্ডগোল করলে আমরাও ব্যবস্থা নেব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.