নিউজ ডেস্ক,অয়ন বাংলা :- কাশ্মীর সোমবার সন্ধেবেলা গ্রেফতার করা হয়েছে জম্মু কাশ্মীরের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লাকে৷ কিন্তু কোথায় গেলেন আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী? লোকসভায় এনসি নেতা ফারুক আবদুল্লাকে নিয়ে এই প্রশ্নই করেছিলেন ডিএমকে সাংসদ দয়ানিধি মারান৷ যার পাল্টা জবাব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷
সাংসদ দয়ানিধি মারান লোকসভার স্পিকার ওম বিড়লাকে প্রশ্ন করেন, সাংসদ ফারুক আবদুল্লাকে খুঁজে পাওয়া যাচ্ছে না৷ তাহলে কী তাকেও গ্রেফতার করা হয়েছে? আমরা কোনও খবর পায়নি৷ তিনি এও বলেন, স্পিকারের উচিত
সাংসদদের রক্ষা করা৷
যদিও তার বেশ কিছুক্ষণ পর বিরোধীদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাকে না আটক করা হয়েছে না গ্রেফতার করা হয়েছে৷ তিনি নিজের ইচ্ছায় নিজের বাসভবনেই রয়েছেন৷
যদিও এক জাতীয় সংবাদমাধ্যমকে এনসি নেতা ফারুক আবদুল্লা জানিয়েছেন, তাকে তাঁর বাসভবনেই আটক করে রাখা হয়েছে৷ তিনি দুঃখিত যে স্বরাষ্ট্রমন্ত্রী এধরণের মিথ্যাচার করছেন৷
রবিবার রাত থেকেই গৃহবন্দি করে রাখা হয়েছিল মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লাকে৷ সোমবার রাজ্যসভায় কাশ্মীর পুনর্গঠন বিল পেশ হতেই মোদী সরকারের বিরুদ্ধে একের পর এক টুইট করতে থাকেন মুফতি৷ এরপরই সন্ধেবেলা গ্রেফতার করা হয় তাকে৷