বাড়ছে জল্পনা মুকুল এবার কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি !

Spread the love

অয়ন বাংলা ,নিউজ ডেস্ক:- এবার কংগ্রেস সভাপতি কি গান্ধী পরিবার বাইরে কেউ হচ্ছে ? কাহিনিতে নয়া চমক৷ এবার কংগ্রেসের মাথা হতে চলেছেন গান্ধী পরিবারের বাইরে কেউ৷ ২০১৪ ও ২০১৯ পর পর দুটি লোকসভা ভোটে শোচনীয় পরাজয়ের পর কার্যত দিশহারা শতাব্দী প্রাচীন কংগ্রেস৷ বেশ কয়েকটা রাজ্যে গত ১০ বছর লোকসভা ভোটে খাতাই খুলতে পারেনি রাহুলদের দল৷ দেশজুড়ে সংগঠনের করুণ দশা৷ এতদিনকার জাতীয় দলকে তাই মুন্ডুহীন মুরগি বলে তীব্র কটাক্ষ করেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি৷ তিনি সঠিক কারণ প্রায় মাস তিনেক সত্যি কংগ্রেসের কোনও মাথা নেই৷ এতবড় দলটার এই মুহূর্তে সর্বভারতীয় সভাপতি নেই৷ কী হল কংগ্রেসের?

বাংলায় মুকুল বিজেপিকে উন্নতির শিখরে তুলেছেন৷ এবার মুকুল কি মৃতপ্রায় কংগ্রেসকে টেনে তুলতে পারবেন? আর তাই কি তাঁকেই সর্বভারতীয় সভাপতি করার কথা ভাবছে কংগ্রেস? যা খবর তাতে মুকুলই কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি হতে চলেছেন৷

তবে ইনি বিজেপি নেতা মুকুল রায় নন, কংগ্রেস নেতা মুকুল ইয়াসনিক৷ সভাপতি বাছাইয়ের জন সোনিয়া গান্ধীর বাড়িতে কংগ্রেসের শীর্ষনেতা কে বেণুগোপাল, এ কে অ্যান্টনি, আহমেদ প্যাটেল শুক্রবার বৈঠক করেন৷ তখনই ঠিক হয়ে যায় কংগ্রেসের পরবর্তী সভাপতি হিসাবে মুকুল ওয়াসনিকের নাম৷

শনিবার আরও একবার কংগ্রেস ওয়ার্কিং কমিটি রাহুল গান্ধীকে আনুষ্ঠানিকভাএব সভাপতির পদে থেকে যাওয়ার অনুরোধ জানাবেন৷ তাতে কাজ না হলে মুকুলের নাম ঘোষণা করা হবে৷ তা হলে এই শথাব্দীতে তিনি প্রথম অ-গান্ধী কংগ্রেসের মাথা হবেন৷

চলতি বছরের ২৩ মে লোকসভার ভোটের ফল প্রকাশের পরে দেখা যায় ৫৪৩ টি আসনের মধ্যে কংগ্রেস মাত্র ৫২টি আসন পেয়েছে৷ কংগ্রেসর এই শোচনীয় পরাজয়ের দায় স্বীকার করে রাহুল গান্ধী কংগ্রেসের সর্বভারতীয় সভাপতির পদ থেকে ইস্তফা দেন৷ তবে তাঁর পদত্যাগপত্র কংগ্রেস ওয়ার্কিং কমিটি গ্রহণ করেনি এখনও৷ এদিকে নিজের সিদ্ধান্তে অটল রাজীব পুত্র৷ তাঁর সাফ কথা, গান্ধী পরিবারের কেউ আর কংগ্রেসর সভাপতি বা সভানেত্রী থাকবে না৷ কংগ্রেসকে তিনি গান্ধী পরিবারমুক্ত করতে বদ্ধপরিকর৷ এরপর নানা টালবাহানার পরে এখও পর্যন্ত কংগ্রেস তার মাথা(সর্বভারতীয় সভাপতি) ঠিক করে উঠতে পারেনি৷ মুকুলের আগে কংগ্রেস খাণ্ডারি হিসাবে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া থেকে ক্যাপটেন অমরিন্দর সিং প্রমুখ বহু নাম বার বার উঠে এসেছিল৷ কংগ্রেসর একটা বিরাট অংশ অবশ্য প্রিয়াঙ্কা আগন্ধীকে কংগ্রেস সবানেত্রী হিসাবে চেয়েছে৷ তবে রাহুলের তীব্র আপত্তিতে তাঁর বোন এই পদ নিতে অস্বীকার করেছেন৷

সৌজন্য :- মহানগর ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.