বিজেপি সরকারের ফ্যাসিবাদী কার্যকলাপের বিরুদ্ধে মুর্শিদাবাদের নাজিরপুরে এসডিপিআই এর প্রতিবাদ সভা
ইমাম শাফী, অয়ন বাংলা ;- কেন্দ্রে পুনরাই বিজেপি সরকার আসার পর থেকে একের পর এক ফ্যাসিবাদী কর্মকাণ্ড বেড়েই চলেছে ।যেখানে সেখানে দলিত ও মুসলিম সম্প্রদায়ের মানুষকে পিটিয়ে হত্যা করছে উগ্র হিন্দুত্তবাদি ফ্যাসিবাদী শক্তি ।কেন্দ্রিয় বিজেপি সরকার ক্ষমতার বলে একের পর এক জনবিরধি বিল পাশ করে চলেছে যেটা দেশের গনতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও সংবিধান বিরোধী ।
এনআইএ ,ইউএপিএ,আরটিআই ,কাশ্মীরে ৩৭০ ধারা প্রত্যাহার ,তিন তালাক বিরোধী বিল সহ একাধিক জনবিরধি বিলের প্রতিবাদে কেন্দ্রিয় সরকারের ফ্যাসিবাদী নীতির প্রতিবাদ জানিয়ে আজ এসডিপিআই এর নেতৃত্বে দেশজুড়ে ‘ফ্যাসিবাদ ভারত ছাড়ো’ আন্দোলনের ডাক দেওয়া হয় ।আজ দিল্লির যন্তর মন্তরে সহ গোটা ভারতবর্ষে প্রতিবাদ প্রদর্শন করা ।দিল্লিতে এসডিপিআই এর সভায় উপস্থিত ছিলেন জাতীয় সহ সভাপতি শারফুদ্দিন আহাম্মেদ ,জাতীয় সম্পাদক ডক্টর তাসলিম রাহমানি,ডক্টর নিজামুদ্দিন খান সহ অন্যান্য নেতৃত্ব। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এসডিপিআই এর ‘ফ্যাসিবাদ ভারত ছাড়ো’ আন্দোলন কর্মসূচি লক্ষ্য করা যাই ।
এই আন্দোলনের অংশ হিসাবে আজ এসডিপিআই এর উদ্যোগে মুর্শিদাবাদের নাজিরপুরে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয় ।উক্ত প্রতিবাদ সভাই উপস্থিত ছিলেন এসডিপিআই এর নেতা হাকিকুল ইসলাম ,সেলিম মণ্ডল ,আনিসুর রহমান,আবুল কাসেম ,মুখলেসুর রহমান সহ অন্যান্য নেতা কর্মী সমর্থক ।
এসডিপিআই এর নেতারা তাদের বক্তব্যে বর্তমান সরকারের ফ্যাসিবাদী কার্যকলাপ নিয়ে বিজেপি ও উগ্র হিন্দুত্ববাদি আরএসএস কে তুলোধুনা করেন ।সরকারের এই সকল বিলকে দেশের গনতন্ত্র ও সংবিধান বিরোধী বলে আখ্যা দেন ।অবিলম্বে এই সকল বিলকে প্রত্যাহারের দাবি জানানো হয় ।দেশ ও জাতি ধর্ম নির্বিশেষে সকলের শত্রু উগ্র হিন্দুত্ববাদি ফ্যাসিবাদী আরএসএস কে নিষিদ্ধের দাবি জানানো হয় ।৩৭০ ধারা প্রত্যাহারের মধ্যে কাশ্মিরবাসিদের সাংবিধানিক অধিকার হরন করা হয়েছে বলে জানান ।তিন তালাক বিলের মধ্যে দিয়ে মুসলিম মহিলাদের অধিকার নয় ইসলামি শরিয়তের উপর আক্রমন করা হয়েছে বলে জানান এসডিপিআই এর নেতৃত্ব ।
এসডিপিআই এর নেতৃত্ব আরও জানান ইউএপিএ ও এনআইএ বিলের মধ্যে দিয়ে যে কোন মানুষকে সন্দেহের বসে দেশদ্রোহী ও সন্ত্রাসবাদি বানানো যাই ।এই সকল বিলের বিরুদ্ধে দেশব্যাপী এসডিপিআই এর ‘ফ্যাসিবাদ ভারত ছাড়ো’ আন্দোলন কর্মসূচি বলে জানান । ১৯৪২ সালে যখন ইংরেজদের তাড়ানোর জন্য ভারত ছাড়ো আন্দোলনের ডাক দেওয়া হয়েছি ঠিক আজও সেই ইংরেজদের দালাল ফ্যাসিবাদী শক্তিকে ভারত থেকে তাড়ানোর উদ্দেশ্যে এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান ।