‘লাব্বায়েক আল্লাহূমা লাব্বায়েক ‘ আজ আরাফা ময়দানে লক্ষ লক্ষ হাজীদের ধ্বনিতে পালিত হল পবিত্র হজ্ব

Spread the love

অয়ন বাংলা , আন্তর্জাতিক নিউজ ডেস্ক:- লাব্বায়েক আল্লাহূমা লাব্বায়েক ,ধ্বনিতে মুখরিত গোটা মক্কা থেকে মদিনা। আরবি ভাষায় ‘আরাফাত’ শব্দের অর্থ পরিচিতি।পবিত্র আরাফাত ময়দানেই প্রথম মানব আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইসিস সালামের প্রথম সাক্ষাৎ হয়।ইহলোকের সব চাওয়া পাওয়া ভুলে পাপ মুক্তির আকুল প্রার্থনা নিয়ে মুমিন মুসলমানরা এখন আরাফাতের ময়দানে।আরাফাতের জাবালে রহমত বা রহমতের পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে বিদায় হজে ভাষণ দিয়েছিলেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম।সেই বিশ্বাস নিয়েই প্রতি বছর আরাফাতে হাজির হন লাখো মুসল্লি।

পবিত্র হজের মূলপর্ব শুরু হয়েছে।আজ শনিবার মিনা প্রান্তর হাজীরা আরাফাতের ময়দানে পৌঁছতে শুরু করেছেন।হাজীদের লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে আরাফাত প্রান্তর।

সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সেলাইবিহীন শুভ্র কাপড়ে সারা বিশ্ব থেকে আগত মুসলমানরা আজ থাকবেন সেখানে।আজ ফজরের নামাজের পর থেকেই আরাফাতের ময়দানে পৌঁছতে শুরু করেন হাজীগনেরা।আগামীকাল রবিবার সৌদি আরবে পশু কোরবানির মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা।

আরাফাত ময়দানে উপস্থিত না হলে হজ পূর্ণ হয় না।তাই হজে এসে যারা অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন, তাদেরও অ্যাম্বুলেন্সে করে আরাফাতের ময়দানে নিয়ে আসা হয় স্বল্প সময়ের জন্য।ইসলামি রীতি অনুযায়ী,জিলহজ মাসের নবম দিনটি আরাফাতের ময়দানে অবস্থান করে ইবাদতে কাটানোই হলো হজ।

আরাফাত থেকে মিনায় ফেরার পথে আজ সন্ধ্যায় মুজদালিফায় মাগরিব ও এশার নামাজ পড়বেন সমবেত মুসলমানরা।মুজদালিফায় রাতে খোলা আকাশের নিচে থাকবেন তারা। এ সময়েই তারা সাতটি পাথর সংগ্রহ করবেন,যেগুলো মিনার জামারায় শয়তানকে উদ্দেশ্য করে ছোড়া হবে।মিনায় ফিরে সেই পাথর তারা প্রতীকী শয়তানকে লক্ষ্য করে ছুড়বেন এর পর কোরবানি দিয়ে ইহরাম ত্যাগ করবেন।সর্বশেষে কাবা শরিফকে বিদায়ী তাওয়াফের মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা।

সৌদি ও ভারত সরকারের হজ ব্যবস্থাপনায় সস্তুষ্টি প্রকাশ করেছেন ভারতীয় হাজিরা।তবে একটানা হাঁটা আর প্রচণ্ড গরমে অনেক হাজি অসুস্থ আর ক্লান্ত হয়ে পড়ছেন।পরিবেশ ঠাণ্ডা রাখতে বিস্তীর্ণ এই মাঠে ঠাণ্ডা পানি ছিটানো হচ্ছে।নিমের ছায়ায় আশ্রয় নিয়েছেন অনেকে।নজিরবিহীন নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে আরাফাত ময়দান,মুজদালিফা ও এর আশে পাশের এলাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.