নিউজ ডেস্ক, কোচবিহার:- শাসক দলের কর্মীকে বেধড়ক মার ,অভিযোগ বিজেপির দিকে !
কোচবিহার তৃণমূল কংগ্রেস করায় শাসকদলের কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে৷ ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার বক্সিরহাট এলাকায়। অভিযোগ, লোকসভা নির্বাচনে বিজেপি জয় লাভ করার পর থেকে তৃণমূল কংগ্রেস প্রদীপ বর্মণের কাছে চাঁদা চাই ,
সেই টাকা দিতে অস্বীকার করায় বৃহস্পতিবার রাতে তাকে বাড়ি থেকে ডেকে এনে মারধর করা হয় । গুরুতর আহত অবস্থ্যায় বর্তমানে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রদীপবাবু। মারধরের অভিযোগ অস্বীকার করে বিজেপি৷ তৃণমূল কর্মী প্রদীপ বর্মণের অভিযোগ, লোকসভা নির্বাচনের পর থেকে বিজেপি বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মীদের কাছ থেকে টাকা তুলছে। তার কাছ থেকে ১০হাজার টাকা চাওয়া হয়েছিল। তার অপরাধ সে তৃণমূল করে ও টাকা দিতে অস্বীকার করে।
এদিন রাতে সেই কারণে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তাকে মারধর করে বিজেপির দুষ্কৃতীরা। পরে স্থানীয় লোকজন জমা হলে দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করে। অভিযোগ অস্বীকার করে বিজেপি নেতা উৎপল দেব বলেন, কাটমানির টাকা ভাগাভাগি নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই হামলার ঘটনা ঘটেছে৷ গোটা ঘটনায় বিজেপির কোনও যোগ নেই বলে জানান তিনি৷