কাশ্মীর,এনআইএ ,ইউএপিএ বিলের প্রতিবাদে সাগর দীঘিতে এসডিপিআই এর সভা
নিউজ ডেস্ক, অয়ন বাংলা:- কেন্দ্রে পুনরাই বিজেপি সরকার আসার পর থেকে একের পর এক ফ্যাসিবাদী কর্মকাণ্ড বেড়েই চলেছে ।যেখানে সেখানে দলিত ও মুসলিম সম্প্রদায়ের মানুষকে পিটিয়ে হত্যা করছে উগ্র হিন্দুত্ববাদী ফ্যাসিবাদী শক্তি ।কেন্দ্রিয় বিজেপি সরকার ক্ষমতার বলে একের পর এক জনবিরধি বিল পাশ করেই চলেছে যেটা দেশের গনতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও সংবিধান বিরোধী । এনআইএ ,ইউএপিএ,আরটিআই ,কাশ্মীরে ৩৭০ ধারা প্রত্যাহার ,তিন তালাক বিরোধী বিল সহ একাধিক জনবিরধি বিলের প্রতিবাদে কেন্দ্রিয় সরকারের ফ্যাসিবাদী নীতির প্রতিবাদ জানিয়ে আজ মুর্শিদাবাদের সাগর দীঘির কাবিলপুরে এসডিপিআই এর একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয় ।উক্ত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন এসডিপিআই এর নেতা মোহাম্মদ সেলিম ,বদরুল আলম ,মৌলানা উবাইদুল্লাহ নুরী ,আসমাউল হোসেন সহ অন্যান্য নেতৃত্ব ।
নেতারা তাদের বক্তব্যে বর্তমান সরকারের ফ্যাসিবাদী কার্যকলাপ নিয়ে বিজেপি ও উগ্র হিন্দুত্ববাদি আরএসএস কে তুলোধুনা করেন ।সরকারের এই সকল বিলকে দেশের গনতন্ত্র ও সংবিধান বিরোধী বলে আখ্যা দেন ।অবিলম্বে এই সকল বিলকে প্রত্যাহারের দাবি জানানো হয় ।দেশ ও জাতি ধর্ম নির্বিশেষে সকলের শত্রু উগ্র হিন্দুত্ববাদি ফ্যাসিবাদী আরএসএস কে নিষিদ্ধের দাবি জানানো হয় ।৩৭০ ধারা প্রত্যাহারের মধ্যে কাশ্মিরবাসিদের সাংবিধানিক অধিকার হরন করা হয়েছে বলে জানান এসডিপিআই এর নেতৃত্ব ।এসডিপিআই এর নেতৃত্ব আরও জানান ইউএপিএ ও এনআইএ বিলের মধ্যে দিয়ে যে কোন মানুষকে সন্দেহের বসে দেশদ্রোহী ও সন্ত্রাসবাদি বানানো যাই বলে জানান ।