অয়ন বাংলা ,নিউজ ডিস্কে:- এবার কাটমানির অভিযোগ প্রাক্তন রেল মন্ত্রী বতর্মান বিজেপি নেতা মুকুল রায়ের বিরুদ্ধে। রেল বোর্ডের সদস্য করিয়ে দেওয়ার নামে ‘ঘুষ’ নিয়ে গ্রেফতার দক্ষিণ কলকাতার বিজেপি নেতা বাবান ঘোষ। তাঁর বিরুদ্ধে ৪০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে বলে জানা গিয়েছে। বাবানের বিরুদ্ধে যে এফআইআর দায়ের করা হয়েছে তাতে নাম রয়েছে বঙ্গ বিজেপি নেতা মুকুল রায়েরও!
ঘটনায় মূল অভিযোগকারী জানিয়েছেন, ২০১৫ সালের সেপ্টেম্বর মাস থেকে ২০১৬ সালের মে মাসের মধ্যে এই ৪০ লক্ষ টাকা ধাপে ধাপে নেওয়া হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে যখন তিনি বুঝতে পারেন পুরোটাই প্রতারণা, তখন তিনি পুলিশে অভিযোগ দায়ের করেন। তারপরই ঘটনার তদন্ত শুরু করে আজ পাটুলির বাড়ি থেকে বাবান ঘোষকে গ্রেফতার করেছে সরশুনা থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ (প্রতারণা), ১২০-বি (অপরাধমূলক ষড়যন্ত্র) ধারায় মামলা রুজু হয়েছে। অভিযুক্তকে আজ আদালতে তুলে নিজেদের হেফাজতে চাইবে পুলিশ। বাবান এবং মুকুল রায়ের বিরুদ্ধে যে অভিযোগ তা পুরোপুরি অস্বীকার করেছে বিজেপি শিবির। তাদের দাবি, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।
বিগত কিছুদিনে টলিপাড়ায় ব্যাপকভাবে উত্থান হয়েছে বিজেপির। রূপাঞ্জনা মৈত্র থেকে শুরু করে পার্নো মিত্র, ঋষি কৌশিক থেকে রিমঝিম সহ বহু টলি তারকারা যোগ দিয়েছে বিজেপিতে। স্টুডিও পাড়াতে গেরুয়া শিবিরের এই উত্থানের পিছনে হাত রয়েছে এই বাবান ঘোষের। তাঁর হাত ধরেই টালিগঞ্জে প্রবেশ ঘটিয়েছে বিজেপি। অন্যদিকে, বিজেপির মজদুর ইউনিয়নের রাজ্য সভাপতি হলেন বাবান ঘোষ।