ইসলাম নারীদের কেমন মর্যাদা দেয়

Spread the love

প্রতিবেদন,অয়নবাংলা:-
একটি নারী যখন জন্ম গ্রহণ করে, ইসলাম বলে-
যার ঘরে প্রথম কন্যা সন্তান হয় সেই ঘর প্রাচুর্যময় হয় ।

নারী যখন যুবতী হয়, ইসলাম ঘোষণা দেয়-
যে তাঁর মেয়েকে সঠিক ভাবে লালন পালন করে সুপাত্র দেখে বিয়ে দেয় তার ভাগ্যে জান্নাত বাধ্য হয়ে যায় । নারী যখন বিবাহিত, ইসলাম বলে- “সেই পূরুষ সর্বোত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম”।


নারী যখন সংসারী, ইসলাম বলে-
“স্ত্রীর দিকে মায়া’র দৃষ্টিতে তাকানো পূণ্যের কাজ। এমন কি আদর করে স্ত্রীকে এক গাল খাইয়ে দেওয়া মহৎ কাজ ।

নারী যখন গর্ভবতী, ইসলাম বলে-
“গর্ভাবস্থায় যে নারী মারা যায় সে শহীদের মর্যাদা পায়”।
নারী যখন মা, ইসলাম বলে-
“মায়ের পদ তলে সন্তানের জান্নাত”।

কিন্তু দুর্ভাগ্যজনক সত্য হলো- আল্লাহর নির্দেশ ও রসুলের সাঃ আদর্শ, আজ কিতাবে আছে আমাদের জীবনে নেই । ফোঁপরা ঢেঁকির মত কথাগুলি শুধু আওড়ে যায় বাস্তবে তার মিল খুঁজে পাওয়া ভার । একে অন্যকে উপদেশ দেওয়ার সময় পাক্কা ইমানদার, বাড়ির চার দেওয়ালের মধ্যে আমাদের দেখলে বেইমানও লজ্জা পায় । উম্মতে মোহাম্মদী না আবুজেহেলের উত্তরসূরী- ভাবতেও ঘৃনা হয় ।

যতদিন বিয়ে হয় না ততদিন মা’অন্ত প্রাণ, বিয়ে করে নিলে ‘জরু কা গোলাম!’ স্ত্রীর যৌবন যতদিন অক্ষুন্ন, প্রেমে গদগদ সারা মন- যৌবন ঢলে গেলে দাসীরও অধম!
কন্যা সন্তান জন্মালে মুখ কালো, সব দোষ স্ত্রীর! অশান্তিতে জেরবার সংসার জীবন । নিজ কন্যাকে ভাবি রাজরানী আর পরের কন্যাকে ঘরে এনে ভাবি চাকরানী!
মা এবং কন্যা দুই ই মাথা ব্যাথার কারণ, অবহন যোগ্য কাঁধের বোঝা! স্ত্রীর অধিকার বাঁদী পর্যন্ত- কথায় কথায় চোখ রাঙানি আর দৈহিক নির্যাতন । পরস্ত্রী কে লাগে অপরুপা সুন্দরী শ্রীদেবী, নিজ স্ত্রী হয়ে যায় শ্রীহীন কুরুপা ।

অদ্ভুত নয়, এই দ্বীচারিতা পুরুষের প্রকৃতিতে বর্তমান । অামরা মুনাফেক না মুসলমান আগে নির্নয় করতে হবে । নামে মুসলিম, মুসলিম নয় । কাজই প্রমাণ করে- মুসলিম না মুনাফেক । মুমিনের অন্তর ও বাহির কখনোই অালাদা হতে পারে না ।
অন্যদের সমালোচনা করার আগে আত্মসমালোচনা অপরিহার্য । আত্মসমালোচনা না করতে পারলে মুসলিম হওয়া তো দুরের কথা মানুষও হতে পারবো না । নারী ছাড়া পুরুষ অপূর্ণ- মা, স্ত্রী, কন্যা একজন পুরুষকে পূর্ণতা দান করে । নারীর অবমূল্যায়ন একটি সমাজকে ধ্বংস করার জন্য যথেষ্ট । নারী পুরুষ একে অন্যের পরিপূরক শুধু নয়, একটি সুস্থ সমাজ গঠনের সবচাইতে বড় শক্তি । নারীকে অবহেলিত করে পুরুষ কখনো বিজয়ী হতে পারে না । নারী‍শক্তির বিকাশ ছাড়া পৃথিবী ও পরকাল কোনটিই সুন্দর সুখময় হতে পারে না ।

নারী কোন ভোগপণ্য নয়, নারী সৃষ্টির আধার! স্রষ্টার দেওয়া সেরা উপহার।
.হ্যাপি উইমেনস ডে.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.