গণপিটুনির বিরুদ্ধে সরব পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া
নিজস্ব সংবাদদাতা,অয়ন বাংলা , দক্ষিণ২৪ পরগনায়:- গণপিটুনি বেড়েই চলেছে দেশের বিভিন্ন প্রান্তে। তার শিকার হচ্ছে বিশেষ সম্প্রদায়ের মানুষ। অবস্থা দেখে গণপিটুনির বিরুদ্ধে আইন পাশ করে পশ্চিমবঙ্গ সরকার। কিন্তু আইন পাশ হওয়ার পরে পরেই যেন এক লাফে বেড়ে যায় গণপিটুনির গতি। মুর্শিদাবাদের বহরমপুরে পিটিয়ে হত্যা করা হয় একজন নিরীহ মুসলিম যুবককে, যেটা পশ্চিমবঙ্গে আলোড়ন সৃষ্টি করে দিয়েছে। তারই প্রতিবাদে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার কোলকাতা শাখা দক্ষিণ ২৪ পরগণার, বারুইপুর রতনপুর গড়পুকুরে আয়োজন করে এক জনসভার। সেই সভায় ২৬০ জনেরও বেশী জনগণ উপস্থিত ছিলেন। গনপিটুনির তীব্র নিন্দা করা হয় উক্ত সভাতে। এবং NRC নামে বাংলা ভাষার মানুষের দেশ থেকে তাড়ানোর যে পরিকল্পনা চালাচ্ছে BJP সরকার তার তীব্র নিন্দা জানায়। ও এন আর সির নামে দেশের জনগণের মধ্যে যে ত্রাসের পরিবেশ সৃষ্টি হয়েছে তার বিভিন্ন দিক নিয়েও আলোচনা করা হয় ওই সভাতে। উক্ত সভায় উপস্থিত ছিলেন SDPI এর পশ্চিম বঙ্গ রাজ্য সভাপতি তায়েদুল ইসলাম। বিশিষ্ট আইনজীবি এডভোকেট মোঃ আব্দুল মোমিন হালদার। কোলকাতা শাখার সম্পাদক হাফিজ মনিরুল মোল্লা ও মাওলানা রবিউল মন্ডল নিজাম পারভেজ সহ আরো অনেকে ।