কাশ্মীর থেকে ফিরে এসে ওয়েলফেয়ার পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব দিল্লীতে সাংবাদিক সম্মেলন করে নিম্নলিখিত দাবী রাখলেন

Spread the love

কাশ্মীর থেকে ফিরে এসে ওয়েলফেয়ার পার্টির কেন্দ্রীয় নেতৃত্বে দিল্লীতে সাংবাদিক সম্মেলন করে নিম্নলিখিত দাবী রাখলেন

নিজস্ব সংবাদদাতা ,নতুন দিল্লি ১৪ই সেপ্টেম্বর ২০১৯:- ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার সর্ব ভারতীয় সভাপতি ডঃ এস কিউ আর ইলিয়াস সাহেব এবং পার্টির সাধারণ সম্পাদক মন্ডলী মিস সীমা মহসিন ও সুব্রমানি অরুঙ্গাম এর নেতৃত্বে একটি টিম কাশ্মীর পরিদর্শনে যায় ১২ ও ১৩ই সেপ্টেম্বর। মূলত 370 ও 35A ধারা অবলুপ্তির পর সেখানকার বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতেই এই পরিদর্শন। তিনারা শ্রীনগর ও বারামুল্লার বিভিন্ন শ্রেণীর মানুষদের সঙ্গে আলাপ করেন। প্রসঙ্গত 5ই সেপ্টেম্বর এর পর থেকে সেখানকার সমস্ত রকম যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। হঠাৎ করে 370 ও 35A ধারা অবলুপ্তিকে উপত্যকার জনগণ ক্ষিপ্ত হয়ে পড়েছে। এটি অসাংবিধানিক ও গণতান্ত্রিক ব্যাবস্থার হত্যার সরূপ হিসেবে দেখছেন এলাকার মানুষ জন। এলাকায় কারফিউ জারি হওয়াতে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে প্রত্যেকটি শ্রেণীর মানুষ। স্কুল, কলেজ, উনিভার্সিটি সব গুলোই বন্ধ। রাস্তায় নেমে প্রতিবাদ করলেই ধরপাকড় শুরু হয়ে যাচ্ছে। জানা গিয়েছে এ পর্যন্ত 30,000 থেকে 40,000 মানুষ গ্রেপ্তার হয়েছেন, যাদের মধ্যে রয়েছেন রাজনৈতিক ব্যক্তিত্ব, আইনজীবী, অধ্যক্ষ ও বিভিন্ন সমাজকর্মীরা।
এমত অবস্থায় ওয়েলফেয়ার পার্টি দাবি উত্থাপন করেছে সেগুলি হলো-
1. কারফিউ তুলে দিয়ে কাশ্মীরের মানুষদের সঙ্গে কথা বলতে হবে এবং সেখানে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে নিয়ে আসতে হবে।
2.সমস্ত রকম যোগাযোগ মাধ্যম চালু করতে হবে।
3. উপত্যকাতে গ্রেপ্তার হওয়া সমস্ত মানুষকে অবিলম্বে মুক্তি দিতে হবে।
4. তাদের নিজেস্ব সংষ্কৃতি ও বিশ্বাস ফিরিয়ে দিতে হবে।
5. তাদের মানবীয় অধিকার কেড়ে নেওয়া বন্ধ করতে হবে।
6. দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কাশ্মীর নিয়ে দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের লাগাম টানতে হবে। পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই ছয় দফা দাবি রাখেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.