নিউজ ডেস্ক,অয়ন বাংলা:- সপ্তদশ লোকসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হয়ে গেল মোট সাত দফায় ভোট গ্রহণ করা হবে।আসুন দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গের ৭দফা ভোটের সাত কাহন–
প্রথম দফার ভোট ১১ ই এপ্রিল !
দ্বিতীয় দফার ভোট ১৮ ই এপ্রিল
তৃতীয় দফার ভোট ২৩শে এপ্রিল!
চতুর্থ দফার ভোট ২৯শে এপ্রিল!
পঞ্চম দফার ভোট ৬ই মে!
ষষ্ঠ দফার ভোটে ১২ই মে!
সপ্তম দফার ভোট ১৯শে মে।
আসুন এবার দেখে নেওয়া যাক কোন কেন্দ্রের কবে ভোট–
১১/৪/২০১৯ – আলিপুর, কোচ বিহার
১৮/৪/২০১৯ – দার্জিলিং, রায়গঞ্জ, জলপাই গুড়ি
২৩/৪/২০১৯- বালুরঘাট, মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর, মুর্শিদাবাদ
২৯/৪/২০১৯ – বহরমপুর, কৃষ্ণন গর, রানাঘাট, বধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোল, বোলপুর, বীরভূম
৬/৫/২০১৯ – বনগাঁ, ব্যারাকপুর, উলুবেড়িয়া, হুগলি, আরামবাগ, হাওড়া, শ্রীরামপুর
১২/৫/২০১৯ – তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, বাঁকুড়া, বিষ্ণুপুর
১৯/৫/২০১৯ – দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর।