ফের কু-কথার বন্যা বিজেপি সভাপতি দিলীপ ঘোষের মুখে।
মেচেদায় গিয়ে সভায় দাঁড়িয়ে খুনের হুমকি দিলেন তিনি।
বললেন, ‘আমি খুন করা শুরু করলে, বংশই লোপাট করে দেব।’
অয়ন বাংলা ,নিউজ ডেস্ক: ফের কু-কথার বন্যা বিজেপি সভাপতি দিলীপ ঘোষের মুখে। মেচেদায় গিয়ে সভায় দাঁড়িয়ে খুনের হুমকি দিলেন তিনি। বললেন, ‘আমি খুন করা শুরু করলে, বংশই লোপাট করে দেব।’ এই মন্তব্যের জন্য দিলীপের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ব মেদিনীপুর সফরের পর মেচেদায় গিয়েছেন দিলীপ। সেখানে গিয়ে তাঁর অভিযোগ, তাঁর বিরুদ্ধে মিথ্যে মামলা আনা হয়েছে। দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘আমার নামে অনেক মিথ্যে মামলা হয়েছে। আমি নাকি খুন করেছি। আমি এখনও মারিনি। আমি যদি খুন করা শুরু করি তাহলে বংশ লোপাট করে দেব। সন্তানদের মুখ কারওকে দেখতে দেব না।’
তৃণমূল কংগ্রেসকে পরোক্ষে হুঁশিয়ারি দিয়ে দিলীপ আরও বলেন, ‘আমি খুন করা শুরু করলে কারওকে খুঁজে পাওয়া যাবে না। বাড়ির লোক মুখাগ্নি করারও সুযোগ পাবে না।’
এখানেই থেমে না-থেকে মঙ্গলবার ফের বিতর্কিত মন্তব্য করেন বিজেপি সভাপতি। বলেন, ‘কর্মীদের বলে দিয়েছি, মার খেলে এসে কান্নাকাটি করবেন না। পালটা মেরে তবে আসবেন। প্রতিশোধ নিয়ে আসবেন।’
এর আগেও বেশ কয়েকবার বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে এসেছেন বিজেপির রাজ্য সভাপতি। শাসকদলের বিরুদ্ধে তাঁর মন্তব্যে তীব্র নিন্দার ঝড় উঠেছে। ফের এ ভাবে তিনি খুনের হুমকি দেওয়ায় ধীক্কার জানিয়েছে নানা মহল। সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তীও দিলীপ ঘোষের মন্তব্যের কড়া সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘রাজ্যের মানুষকে উলটো খাতে বওয়ানোর চেষ্টা চলছে। এমন মন্তব্য দুর্ভাগ্যজনক। মানবাধিকার লঙ্ঘনের প্রতিযোগিতায় নেমেছে তৃণমূল ও বিজেপি।’