অয়ন বাংলা ,নিউজ ডেস্ক :- সদ্য লোকসভা ভোটে ভালো ফল করার পর বিভিন্ন দল থেকে গেরুয়া শিবিরে যোগ দেওয়ার ঢল নামে। এখন যেন সেটা কিছুটা অস্তমিত। একই সঙ্গে শুরু হয়েছে উল্টাপুরণও। এবার হাওড়ার বাগনানে বড় ধাঁক্কা খেল গেরুয়া শিবির। বাগনানের দেউলটিতে কয়েক হাজার বিজেপি কর্মী যোগ দিলেন তৃণমূলে।
এদিন সদ্য তৃণমূলে যোগ দেওয়া নেতা কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন হাওড়া গ্রামীণ তৃণমূল সভাপতি পুলক রায়। এছাড়া উপস্থিত ছিলেন সমীর পাঁজা, রাজা সেন এবং গুলশন মল্লিক।
জানা গিয়েছে গত লোকসভা ভোটের পরেই শরৎ ও ওরফুলি গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক বিজেপিতে নাম লেখান। তৃণমূল নেতা পুলক রায় বলেন, “বিজেপিতে গিয়ে ওনারা কোনো সুবিধা তো পাইনি উল্টে নানা ভাবে হেনস্থা করা হচ্ছিল। একই সঙ্গে এনআরসির ধর্মীয় জিগির তুলে রাজ্যে অশান্তির পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে বিজেপি। ফলে কয়েক হাজার কর্মী সমর্থক আবার তৃণমূলে ফিরলেন।”
যদিও এই ঘটনা নিয়ে বিজেপির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সূত্র মারফত জানা গিয়েছে, দলীয় অভ্যন্তরে এই নিয়ে একটু অস্বস্তি তৈরী হয়েছে। এই ঘটনা রুখতে বিজেপি কি এমন পদক্ষেপ নেই সেটাই এখন দেখার।